বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার আমীর এডভোকেট আনোয়ারুল আলম চৌধুরী বলেছেন, চট্টগ্রাম - কক্সবাজার মহাসড়ক মৃত্যুকূপে পরিণত হয়েছে। বছরের প্রায় প্রতিদিনই এই সড়কে দূর্ঘটনা লেগে থাকে। এই সড়কে প্রাণহানি নিত্য-নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। ঈদের পরে দূর্ঘটনায় ১৭ জনের প্রাণহানী সমগ্র জাতিকে কাঁদিয়েছে। এই মৃত্যুর মিছিল থামানোর জন্য অবিলম্বে এই সড়ককে চার লাইনে উন্নীত করতে হবে।
তিনি চট্টগ্রাম - কক্সবাজার মহাসড়ক চার লাইনে উন্নীত করার দাবীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতকানিয়া উপজেলা শাখার উদ্যোগে ৩ এপ্রিল বৃহস্পতিবার বিকাল ৩ টায় অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। চট্টগ্রামের লোহাগাড়ার চুনতি জাঙ্গালিয়া প্রকাশ জাঁইল্লা নামক এলাকায় ঈদ যাত্রায় তিন দিনে ভয়াবহ পৃথক সড়ক দুর্ঘটনায় ১৭ জন নিহত হওয়ায় এবং সারা বছরই দূর্ঘটনা সংঘটিত হতে থাকায় মহাসড়ক চার লাইন করার দাবীতে চট্টগ্রাম - কক্সবাজার মহাসড়কের কেরানিহাট অংশে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সাতকানিয়া উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা কামাল উদ্দিনের সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারী তারেক হোছাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারী মুহাম্মদ জাকারিয়া, চট্টগ্রাম মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ সভাপতি আবু তালেব চৌধুরী, ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ইবরাহিম চৌধুরী, উত্তর সাতকানিয়া সাংগঠনিক থানা শাখা জামায়াত আমীর মাস্টার সিরাজুল ইসলাম, সেক্রেটারী মুহাম্মদ ইলিয়াছ, কেরানিহাট শহর শাখার আমীর মাওলানা আব্দুল মালেক প্রমূখ। মানববন্ধনে বিভিন্ন ব্যানার, ফেস্টুন, প্লাকার্ড নিয়ে সহস্রাধিক জামায়াত নেতা - কর্মী ও সাধারণ জনগণ অংশ নেয়।