ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে ও মসজিদুল আকসা পুণরুদ্ধারে এবং মাজলুম ফিলিস্তিনিদের সমর্থনে খাগড়াছড়িতে বিক্ষোভ-মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৭ এপ্রিল সোমবার সকালে সর্বসস্তরর ছাত্র-জনতার ব্যানারে খাগড়াছড়ি শহরের চেঙ্গী স্কয়ার থেকে একটি মিছিল বের হয়ে শহরের প্রধান ঘুরে শাপলা চত্বরের মুক্তমঞ্চে সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন রাকিব মনি ইফতি,আমিনুল ইসলাম বাবু,ইব্রাহিম খলিল,মাওলানা আব্দুর রাজ্জাক ও মাওলানা আলমগীর হোসেন প্রমূখ।
বিক্ষোভ সমাবশে বক্তারা বলেন, নিরীহ ফিলিস্তিন মুসলমানদের উপর দখলদার ইসরাইল নৃশংস হত্যা যজ্ঞ চালাচ্ছে। শিশু-কিশোর নারী, বয়োবৃদ্ধ কাউকে ছাড় দিচ্ছেন না ইসরাইল। যুদ্ধবিরতি লঙ্ঘন করে ফিলিস্তিন নিরীহ মুসলমানদের বর্বর এমন গণহত্যার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ইহুদিদের বিদেশি পণ্য বয়কট করার আহ্বান জানান জনসাধারণকে। সমাবশে বক্তারা বিশ্বমানবতার এই দুর্দিনে সবাইকে নিপীড়িত ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে আহবান জানান।