ইজরাইলি পণ্য বয়কট ও বিশ্বযুদ্ধ ঘোষণার দাবী

ইজরাইলি আগ্রাসনের প্রতিবাদে সরাইলে বিক্ষোভ মিছিল

এফএনএস (মাহবুব খান বাবুল; সরাইল, ব্রাহ্মণবাড়িয়া) : : | প্রকাশ: ৭ এপ্রিল, ২০২৫, ০৬:৪২ পিএম
ইজরাইলি আগ্রাসনের প্রতিবাদে সরাইলে বিক্ষোভ মিছিল

গাজায় ও রাফায় ইহুদী রাষ্ট্র ইজরাইলের আগ্রাসনে ফিলিস্তিনের নিরীহ মুসলিম নারী পুরূষ শিশুকে নির্বিচারে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছেন ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের তৌহিদী জনতা। গতকাল সোমবার বাদ যোহর সরাইল হাসপাতাল মোড় থেকে স্থানীয় আলেম উলামার নেতৃত্বে সহস্রাধিক লোকের অংশ গ্রহণে এই বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলে বিক্ষুদ্ধ লোকজন নেতা নিয়াহু, আমেরিকা, মানবাধিকার সংগঠন ও জাতিসংঘের বিরূদ্ধে  নানা ধরণের স্লোগান দেন। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে এক পথ সভায় মিলিত হয়। মাওলানা মোর্শেদ চৌধুরীর সঞ্চালনায় ও উপজেলা হেফাজতের সভাপতি মাওলানা মো. জহিরূল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত পথ সভায় বক্তব্য রাখেন- উপজেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা কুতুব উদ্দিন, মাওলানা শেখ মো. আমান উল্লাহ, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক দুলাল মাহমুদ আলী, মুফতি রায়হান উদ্দিন, মাওলানা ইমন, ছাত্র প্রতিনিধি মো. ইফরান খান, মো. সজল প্রমূখ। বক্তারা বলেন, যাযাবর ইহুদী জাতি ইজরাইল সম্পূর্ণ অন্যায় ভাবে স্বাধীন রাষ্ট্র ফিলিস্তিনের উপর বৃষ্টি মত বোমা নিক্ষেপ করে ধ্বংস করে দিয়েছে। তারা দেশটির সাধারণ নিরপরাধ মুসলমান নারী পুরূষ ও শিশুদেরকে হত্যা করছে। মুসলমানদের শত্রূরা দেশটির গাজা ও রাফাকে ছাঁই করে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলার চেষ্টা করছে। এমন বর্বর ও নিষ্ঠুরতম হত্যাজজ্ঞ চালালেও আমেরিকাসহ পৃথিবীর সকল শক্তিধর রাষ্ট্র, আরব বিশ্ব, মানবাধিকার সংগঠন ও জাতিসংঘ একেবারেই নীরব। আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। এরা মুসলমান তথা মানবতার শত্রূ। আমরা এহেন কর্মকান্ডের তীব্র নিন্দা ধিক্কার ও প্রতিবাদ জানাচ্ছি। সকল ভেদাভেদ ভুলে পৃথিবীর সকল মুসলমানকে ঐক্যবদ্ধ হয়ে ইহুদী ও খ্রিষ্টানদের বিরূদ্ধে জিহাদ ঘোষণার আহবান করেছেন। সেই সাথে তারা ইজরাইলের সকল প্রকার পণ্য বয়কট করা ও ওআইসি’র নেতৃত্বে বিশ্বযুদ্ধ শুরূ করার দাবী করেছেন।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে