ফুফুকে চিকিৎসার টাকা দেওয়া হলো না ব্যবসায়ী রেদোয়ান রাজার। দ্রুত গতির বেপরোয়া ব্যাটারিচালিত ঘাতক অটোবাইক কেড়ে নিলো তার প্রাণ। ফুফুর চিকিৎসার টাকা দিতে যাওয়ার জন্যে মৃত্যু তাকে সড়কে ডেকে নিয়ে যায়। শুক্রবার বেলা বারোটার সময় (৪ এপ্রিল ২০২৫) চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের পশ্চিম সকদী গ্রামের বাগাদী চৌরাস্তা বাজারের ব্যবসায়ী মো. রেদোয়ান রাজা (৪৯) মোটরসাইকেল যোগে রওনা দেন। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা দ্রুত গতির ব্যাটারিচালিত অটোবাইকের সাথে সংঘর্ষ হলে তিনি মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে রাস্তায় ছিটকে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্যে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যায়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্যে ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ মেয়ে, ১ ছেলে ও ভাই- বোনসহ বহু গুণগ্রাহী রেখে যান। এদিকে,চাঁদপুর সদর মডেল থানার এসআই মুকবুল আইনের প্রক্রিয়ায় নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হলে এদিন বাদ আসর মরহুমের জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এই ব্যবসায়ির মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে।