চাঁদপুর অষ্টমী স্নানে নৌ পুলিশের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : : | প্রকাশ: ৫ এপ্রিল, ২০২৫, ০৩:১৮ পিএম
চাঁদপুর অষ্টমী স্নানে নৌ পুলিশের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ

চাঁদপুরের পুরাণবাজার হরিসভা ঘাটে আজ সকাল থেকে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান ‘মহাঅষ্টমী স্নান’ শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। চৈত্র মাসের অষ্টমী তিথিতে মেঘনা নদীতে এই পবিত্র স্নান অনুষ্ঠানে অংশ নিতে জেলার বিভিন্ন স্থানসহ আশপাশের জেলা থেকেও পূণ্যার্থীরা ভোর থেকে উপস্থিত হয়েছেন।

অনুষ্ঠানটি শনিবার  সকাল থেকে বিকাল ৩ টা পর্যন্ত অনুষ্ঠিত হয় । আগত ভক্ত ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে চাঁদপুর নৌ থানা কর্তৃক ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নৌ পুলিশ সদস্যগণ সকাল থেকেই ঘাট এলাকায় ও নদীপথে নিয়মিত টহল ও নজরদারি চালিয়ে যাচ্ছেন।

এখন পর্যন্ত অনুষ্ঠান স্থলে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। চাঁদপুর নৌ থানা অনুষ্ঠানস্থলে উপস্থিত থেকে সার্বিক পরিস্থিতি মনিটর করেন এবং যেকোনো জরুরি প্রয়োজনে উপস্থিত নাগরিকদের পাশে রয়েছে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে