সিএনজি,অটোভ্যান চালকদের সড়ক অবরোধ

চাটমোহরে পৌরসভার টোল বাতিলের দাবি

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) : : | প্রকাশ: ১৪ এপ্রিল, ২০২৫, ০৫:২৩ পিএম
চাটমোহরে পৌরসভার টোল বাতিলের দাবি

চাটমোহর পৌরসভা কর্তৃক ইজারা দেওয়ার মাধ্যমে সিএনজি,অটোভ্যান,অটোরিক্সাসহ বিভিন্ন যানবাহে টোল আদায় বন্ধের দাবিতে সড়ক অবরোধ করে সিএনজি,টেম্পু,বোরাক,অটোভ্যন চালকরা। সোমবার (১৪ এপ্রিল) সকাল ১১টার পর চাটমোহর পৌরসভার নতুন বাজার জারদিস মোড়ে এই অবরোধ করা হয়। এসময় চাটমোহর-ভাঙ্গুড়া ও চাটমোহর-হন্ডিয়াল সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। সিএনজি,টেম্পু ও অটোভ্যান চালক ও শ্রমিকরা সড়ক অবরোধ করে প্রতিবাদ সভা করেন। তারা পৌরসভার টোল বাতিলের দাবিতে বিভিন্ন শ্লোগান দেন। শ্রমিকরা বলে,পহেলা বৈশাখ থেকে পৌরসভা কোন প্রকার টোল বা চাঁদা নিবে না বলে জানানো হয়েছিল। কিন্তু আজ (১ বেশাখ) থেকে নতুন করে চাঁদা আদায় শুরু করে। এরই প্রতিবাদে এবং টোল আদায় বন্ধের দাবিতে সড়ক অবেরোধ করা হয়। এসময় চরম দূর্ভোগে পড়েন যানবাহন চালক ও যাত্রীরা। এ অবস্থায় পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান শাকিল ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজুরুল আলম আন্দোলনকারীদের সাথে বসার প্রতিশ্রুতি দিলে প্রায় ৩ ঘন্টা পর দুপুর ২টার দিকে যানবাহন চলাচল শুরু হয়। এ সংবাদ লেখা পর্যন্ত চাটমোহর থানায় আলোচনায় বসার প্রস্তুতি চলছিল।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে