চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে না থাকা নিয়ে যা বললেন সাকিব

এফএনএস স্পোর্টস : | প্রকাশ: ২৩ মার্চ, ২০২৫, ০৮:২২ এএম : | আপডেট: ২৫ মার্চ, ২০২৫, ০৭:৫২ পিএম
চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে না থাকা নিয়ে যা বললেন সাকিব

চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে ছিলেন না সাকিব আল হাসান। স্কোয়াড ঘোষণার সময় জাতীয় নির্বাচকরা জানিয়ে দেন, সাকিব আল হাসানকে দলে রাখা সম্ভব হয়নি কারণ শুধুমাত্র ব্যাটিং দক্ষতার ভিত্তিতে তাকে বিবেচনা করা কঠিন। বোলিংয়ে নিষেধাজ্ঞার কারণে তার সেই দিকটি বিবেচনার সুযোগ ছিল না। এই নিয়ে সাকিবের কোনো অভিযোগ নেই। তবে তিনি চেয়েছিলেন যে বিসিবি তার সাথে অন্তত যোগাযোগ করুক। গত বছরের সেপ্টেম্বরে কাউন্টি চ্যাম্পিয়নশিপে সারের হয়ে খেলতে গিয়ে সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ ওঠে, যার ফলে তাকে নিষিদ্ধ করা হয়। পরবর্তীতে ইংল্যান্ড ও ভারতে দুই দফা পরীক্ষা দিয়েও সাকিব তার অ্যাকশন বৈধ প্রমাণ করতে ব্যর্থ হন। তবে দ্বিতীয় পরীক্ষার আগে সাকিব তার শৈশবের কোচ মোহাম্মদ সালাউদ্দিনের সঙ্গে অনুশীলনের সুযোগ চেয়েছিলেন। দেশে ফেরার ঝুঁকি থাকায় তিনি বিসিবিকে ভারতে বা পাকিস্তানে একটি ক্যাম্পের ব্যবস্থা করতে অনুরোধ করেন।সাকিবের বিশ্বাস ছিল, সালাউদ্দিনের অধীনে কাজ করার সুযোগ পেলে তিনি পরীক্ষায় সফল হতে পারবেন। এমনকি তিনি বিসিবিকে বলেছিলেন, সালাউদ্দিনের সঙ্গে অনুশীলনের পরও যদি তিনি ব্যর্থ হন, তাহলে তাকে দল থেকে বাদ দেওয়া হোকÑএতে তার আপত্তি থাকবে না। কিন্তু বিসিবি তার অনুরোধে সাড়া দেয়নি। সালাহউদ্দিনের অধীনে অনুশীলনের সুযোগও হয়নি সাকিবের। পরবর্তীতে সাকিব সারের প্রধান কোচ গ্যারেথ ব্যাটির সঙ্গে নিবিড়ভাবে কাজ করেন এবং তৃতীয় পরীক্ষায় সফল হন। যেহেতু চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে তাকে বাদ দেওয়ার কারণ ছিল বোলিংয়ে নিষেধাজ্ঞা, এখন নিষেধাজ্ঞা উঠে যাওয়ার তাকে আসন্ন জিম্বাবুয়ে সিরিজের দলে ফেরানো হবে কি না, তা নির্ভর করছে বিসিবির সিদ্ধান্তের ওপর। এ বিষয়ে সাকিব বলেন, তিনি অতীত নিয়ে আর ভাবতে চান না, বরং ভবিষ্যতের দিকেই তার নজর। তবে বিসিবির সঙ্গে যোগাযোগ আরও ভালো হলে বিষয়টি সহজ হতো বলে মনে করেন তিনি। একটি সংবাদপত্রকে সাকিব জানান, ‘আমি অভিযোগ করছি না, কিন্তু যোগাযোগ ভালো হলে আমি আরও খুশি হতাম।’

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে