নগরী থেকে সিরাজুল ইসলাম রাকিব নামের এক ছাত্রলীগ কর্মীকে আটক করে পুলিশের কাছে তুলে দিয়েছে ছাত্রদল নেতারা। আটক হওয়া নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী রাকিব নগরীর ২০ নম্বর ওয়ার্ডের বৌদ্ধ পাড়া এলাকার বাসিন্দা এবং মহানগর ছাত্রলীগের একজন সক্রীয় সদস্য। ছাত্র আন্দোলন দমাতে স্বেরাচারী সরকারের পক্ষে সক্রিয়ভাবে কাজ করার অপরাধে মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়ক থেকে তাকে আটক করে ছাত্রদলের নেতাকর্মীরা।
বিএম কলেজ ছাত্রদল নেতা ওয়ালিদ বিন সালাউদ্দিন সহ একাধিক ছাত্রদল নেতারা জানিয়েছেন, নিষিদ্ধ সংগঠন জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সাজ্জাদ সেরনিয়াবাতের ঘনিষ্ঠ অনুসারী রাকিব ছাত্র আন্দোলন দমাতে স্বৈরাচারী সরকারের পক্ষে সক্রিয়ভাবে কাজ করে আসছিলেন। এছাড়াও তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানোর সঙ্গেও জড়িত। তার ব্যবহৃত মোবাইল ফোন থেকে এসব কার্যক্রমের প্রমাণ উদ্ধার করা হয়েছে। ঘটনার সময় মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, ইসলামিয়া কলেজ ছাত্রদলের সভাপতি সাগর মৃধা, মহানগর ছাত্রদলের নেতা নুরুল্লাহ মোমেন ও সানোয়ারসহ মহানগর ছাত্রদলের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আটককৃত নিষিদ্ধ সংগঠনের কর্মী রাকিবের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন ছাত্রদল নেতারা। তবে এবিষয়ে এখন পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখন পর্যন্ত কোন আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।