ডিসি এসপি পরিচয়ে মোবাইল কোর্ট: আরো একজন গ্রেপ্তার

এফএনএস (শাহ জামাল; মেলান্দহ, জামালপুর) : : | প্রকাশ: ২৩ মার্চ, ২০২৫, ০৩:৪১ পিএম
ডিসি এসপি পরিচয়ে মোবাইল কোর্ট: আরো একজন গ্রেপ্তার

জামালপুরের মেলান্দহে বহুল আলোচিত ডিসি-এসপি পরিচয়ে মোবাইল কোর্টের ভয় দেখিয়ে চাঁদাবাজির মামলায় মনির হোসেন জুইস (৩৬) নামে আরো একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম জানিয়েছেন-২৩ মার্চ রাতে মাহমুদপুর এলাকা থেকে মনির হোসেন জুইসকে আটক শেষে কোর্টে চালান দেয়া হয়েছে। 

উল্লেখ্য, গত ১৭ মার্চ সাজ্জাদ হোসাইন সাকিব (৩৭) এবং গ্রেপ্তার মনির হোসেন জুইসসহ কয়েকজনে চারাইলদার এলাকায় ডিসি-এসপি-ইউএনও’র পরিচয়ে মোবাইল কোর্টের ভয় দেখিয়ে চাঁদাবাজি করতে আসলে বিক্ষুব্দ জনতা সাকিবকে আটক করে পুলিশে দেয়। এ সময় জুইসসহ আরো কয়েকজন পালিয়ে যায়।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে