বরগুনার তালতলীতে অটোরিক্সায় করে মাদ্রাসায় যাচ্ছিল হাবিবা (৬)। মাদ্রাসার সামনে পৌছালে পেছন দিক থেকে আসা আরেকটি অটোরিকশা চাপা দিলে ঘটনাস্থলেই নিহত হয় হাবিবা।
রবিবার(১৬ মার্চ) বেলা ২টার দিকে উপজেলার টিএন্ডটি-নিউপাড়া সড়কের মোমেসে পাড়া নামক স্থনে এ দুর্ঘটনাটি ঘটে। হাবিবা উপজেলার নাওভাঙ্গা এলাকার সালাম মুন্সীর মেয়ে ও আশরাফুল উলুম নুরানী মাদ্রাসার ১ম জামাতে লেখাপাড়া করেন।
পরিবার সূত্রে জানা যায়, উপজেলার বড়বগী ইউনিয়নের নাওভাঙ্গা নিজ বাড়ি থেকে হাবিবাসহ ৪ জন একটি অটোরিকশা করে মাদ্রাসায় আসেন। মাদ্রাসার সামনে পৌঁছালে হাবিবা ছাড়া বাকি তিনজন রাস্তা পার হয়ে মাদ্রাসা গেটের ভেতরে চলে যায়। এসময় হাবিবাকে পেছন দিক থেকে আসা আরেকটি অটোরিকশার চাপ দিয়ে যায়।এতে রাস্তায় পড়ে ঘটনাস্থলেই নিহত হয় হাবিবা। পরে স্থানীয়রা উদ্ধার করে তালতলী হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন।পরে হাসপাতালে লিখিত দিয়ে নিহতের লাশ বাড়িতে নিয়ে যায় পরিবার।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকতার্ (ওসি) মো.শাহজালাল বলেন,খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের লাশ বাড়িতে নিয়ে গেছে স্বজনরা। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।