বরিশালের আগৈলঝাড়ায় যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকর্মীরা শনিবার রাতে হামলায় চালিয়ে ইউনিয়ন ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদককে সহ কুপিয়ে কমপক্ষে ১০ জনকে আহত হয়েছে। গুরুতর আহতদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে। এঘটনায় ছাত্রদল নেতা নাফিজের পিতা মো.বুলবুল আহাম্মেদ বাদী হয়ে আগৈলঝাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।
স্থানীয় সূত্রো জানা গেছে, উপজেলার বাগধা ইউনিয়নের আস্কর বাজারে বাগধা ইউনিয়ন ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক নাফিজ আহম্মেদকে দেখতে পেয়ে অতর্কিত ভাবে তার উপর হামলা চালায় নিষিদ্ধ ছাত্রীলীগ সদস্য সুধাংশু অধিকারী(২২), নয়ন বিশ্বাস(২৬), পাপন বিশ্বাস(২৩)সহ ৩০-৪০ জনের যুবলীগ ও ছাত্রলীগের একটি দল। এ সময় ধারালো অস্ত্র দিয়ে নাফিজের মাথায় কুপিয়ে গুরুতর আহত করে। এসময় নাফিজকে বাচাঁতে গেলে যুবলীগ ও ছাত্রলীগের হামলায় স্বপন মোল্লা(২১) ও শিপন হাওলাদার(১৮)সহ প্রায় ১০ জনের উপর য়ে আহত হয়। গুরুতর আহত ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক নাফিজ সহ ৫ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকীদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বাকি আহতারা প্রথমিক চিকিৎসা নিয়েছে।
ছাত্রদল নেতা নাফিজের পিতা বুলবুল আহাম্মেদ বলেন, আমি বিএনপি সমর্থিত হওয়ায় বিগত আওয়ামীলীগ সরকারের সময় আমার বিরুদ্ধে গাড়ী পোড়াসহ তিনটি মামলার আসামীয় আসামী করা হয়েছিলো। আমার ছেলে ছাত্রদল করার অপরাধে তাকে কুপিয়ে আহত করেছে যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা।
অভিযুক্তদের সাথে বাবর বার যোগাযোগের চেষ্টাকরে তাদেরকে পাওয়া যায়নি। তারা গ্রেফতারে ভয়ে মোবাইল ফোন বন্ধ করে পলাতক থাকায় তাদের বক্তব্য দেয়া সম্ভব হয় নাই।
এব্যাপারে আগৈলঝাড়া থানার ওসি মো.আলিউল ইসলাম বলেন, নাফিজের পিতা বুলবুল আহাম্মেদ বাদী হয়ে ২৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত নামা ৪০-৫০জনকে অভিযুক্ত করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অভিযুক্তদের গ্রেফতাদের জন্য অভিযান চলমান রয়েছে।