পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সের বিরুদ্ধে সেবা না দেয়ার অভিযোগ

এফএনএস (পাথরঘাটা, বরগুনা) : : | প্রকাশ: ১৬ মার্চ, ২০২৫, ০৫:২৪ পিএম
পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সের বিরুদ্ধে সেবা না দেয়ার অভিযোগ

বরগুনার পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত নার্সের বিরুদ্ধে অসদাচরণ এবং রোগীকে কোন ধরনের চিকিৎসা সেবা দেননি নার্স। রোগীকে বাড়ী নিয়ে গেছেন   রোগীর মেয়ে নিলুফা ইয়াসমিন নামের এক ভুক্তভোগি নারী। আজ রবিবার বেলা ১১ টার সময় পাথরঘাটা উপজেলা প্রেসক্লাবে উপস্থিত হয়ে লিখিত অভিযোগ করেন ওই নারী। এর আগে গত শুক্রবার দিবাগত ভোর রাতে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এঘটনা ঘটে। ৫৮ বছর বয়সি রোকেয়া বেগমকে চিকিৎসা না দিয়েই বাড়িতে নিয়ে আসতে হয়েছে বলেও অভিযোগ করেন মেয়ে নিলুফা ইয়াসমিন। লিখিত অভিযোগে নিলুফা ইয়াসমিন বলেন, গত ১৪ মার্চ গভীর রাতে পৌরশহরের বড়ইতলা এলাকার মতিয়র রহমানের স্ত্রী রোকেয়া বেগম হঠাৎ ডায়রিয়ায় আক্রান্ত হয়ে অসুস্থ্য হয়ে পরেন।

তাৎক্ষনিক পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে জরুরী বিভাগে কাউকে দেখতে না পেয়ে ডাকাডাকির দুই ঘন্টা পর একজন পরিচ্ছন্নকর্মীর দেখা মিল্লেও তিনিও অসৌজ্যমুলক আচরণ করেন। পরে জরুরী বিভাগের গেট খুলে দিলে সেখানেও কোন চিকিৎসকের দখো পাওয়া যায়নি। 

কয়েক ঘন্টা পর কর্তব্যরত চিকিৎসক এসে ভর্তি দিলে কমপ্লেক্সের তিন তলায় মহিলা ওয়ার্ডে রোগীকে নিয়ে গেলে দ্বায়িত্বরত নার্স আমার ও মায়ের সাথে দুর্ব্যবহার করে বলে জানান, স্যালাইন পুশ করার জন্য সরঞ্জামাাদি আমাদের কিনে আনতে বলে। কোথায় পাবো এতো রাতে কোন ফার্মাসী খোলা নেই এমন কথা বলায় আরও ক্ষিপ্ত হয় নার্স।

তিনি আরও বলেন, হাসপাতাল থেকে বাজারে এসেও কোন দোকান খোলা না পেয়ে চিকিৎসা না নিয়েই বাড়িতে গ্রাম্য চিকিৎসকের দ্বারা মাকে চিকিৎসা করানো হয়। এখন পর্যন্ত মা রোকেয়া সুস্থ্য হয়ে ওঠেননি। এর চেয়েও জটিল রোগি আসলে হয়তো তাদের আচরণের কারণে মৃত্যুও হতে পারে রোগির। বর্তমান সরকারের কাছে আমি বিচার চাই।

এ বিষয় পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পঃপঃ কর্মকর্তা ডা. মাহাবুব হোসেন বলেন, এ বিষয়টি আমার জানানেই, তবে লিখিত অভিযোগ দিলে তদন্ত করে দোষী ব্যক্তিদের  বিরুদ্ধে শাস্তিমুলক ব্যবস্থা নেয়া হবে। তাছাড়া এ স্বাস্থ্য কমপ্লেক্সেটি মাত্র একজন চিকিৎসক এবং একজন ডেন্টিস্ট দিয়ে চলছে। জানান তিনি এভাবে একটি হাসপাতাল চলতে পারে না।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW