পটুয়াখালীতে আ'লীগ নেতার মিথ্যা মামলার বিচার চেয়ে মানববন্ধন

এফএনএস (কাজল বরণ দাস; পটুয়াখালী) : : | প্রকাশ: ১৬ মার্চ, ২০২৫, ০৫:১৯ পিএম
পটুয়াখালীতে আ'লীগ নেতার মিথ্যা মামলার বিচার চেয়ে মানববন্ধন

পটুয়াখালীর বড়বিঘাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপি নেতা জামাল হোসেন মিন্টুসহ তার শিশু সন্তান ও ভাগ্নের নামে মিথ্যা মামলার অভিযোগ উঠেছে ইউনিয়ন কৃষকলীগের সভাপতি জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে। এই হয়রানির প্রতিবাদে আজ মানববন্ধন করেছে এলাকাবাসী। চেয়ারম্যান মিন্টুসহ তার পরিবারের বিরুদ্ধে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে এলাকাবাসী নেমে এসেছে রাস্তায়। বিচার চাইতে এসেছেন মিন্টুর বৃদ্ধ মা ও শিশুদের মায়েরা।"

মানববন্ধনে স্থানীয় বিএনপির নেতারা অভিযোগ করেন, জাহাঙ্গীর আলমের নেতৃত্বে বিগত ১৫ বছর ধরে সাধারণ মানুষের ওপর নির্যাতন চালানো হয়েছে। রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন অনেকেই। "নিজেরা নিজেদের শরীরে আঘাত দিয়ে সাজানো মামলা করেছে। শিশুদের নামেও মামলা দিয়েছে! আমরা এর প্রতিবাদ জানাই!"

এলাকাবাসীর দাবি, এই হয়রানি বন্ধ করতে হবে এবং মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। অন্যথায় আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। ন্যায়বিচার চায় বড়বিঘাই ইউনিয়নের মানুষ।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে