পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বাংলা ১৪৩২ নব বর্ষ বরণ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আনন্দ শোভাযাত্রা বের হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. আফরোজ শাহীন খসরু এর নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বর থেকে আনন্দ শোভাযাত্রা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর আহবায়ক শাহাদৎ হোসেন রনজু সহ দলীয় নেতা-কর্মী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও স্বেচ্ছাসেবী সংগঠন, সংখ্যালঘু হিন্দু সম্প্রদায় পৃথক ব্যানার ও ফ্যাস্টুন নিয়ে আনন্দ শোভাযাত্রায় অংশগ্রহণ করে। শোভাযাত্রায় ঘোড়ার গাড়ি, মহিষের গাড়ী সহ বাঙ্গালি জাতীয়তাবাদের প্রাচীন নানা ঐতিহ্য ফুটে তুলে জনসাধারণকে মুগ্ধ করে। পরে পরিষদ চত্বর মাঠে পান্তা ইলিশ খাওয়া সহ দিনভর গ্রামীণ ঐহিত্যবাহী খেলা ধুলার আয়োজন করা হয়। বিকেলে সংস্কৃতি অনুষ্ঠান ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।