উলামায়ে কেরাম, রাজনীতিবিদ, শিক্ষাবিদ, পেশাজীবি, ব্যবসায়ী, সাংবাদিক ও বিশিষ্টজনদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে ময়মনসিংহের ত্রিশালে। খেলাফত মজলিশ ত্রিশাল উপজেলা শাখার আয়োজনে স্থানীয় একটি রেষ্টুরেন্টে এ আয়োজন করা হয়।উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাও. তাফাজ্জল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন খেলাফত মজলিস ঢাকা জেলার সভাপতি মুফতি আশরাফ আলী।
খেলাফত মজলিস ত্রিশালের সাধারন সম্পাদক মাও. সাইফুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, খেলাফত মজলিস জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মাও. নজরুল ইসলাম, সাধারন সম্পাদক মাও. সিদ্দিকুর রহমান আকন্দ, সাংগঠনিক সম্পাদক মুফতি রমজান, সহ সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সাগর, সমাজ কল্যাণ সম্পাদক হাফেজ আব্দুল আজিজ, যুব বিষয়ক সম্পাদক আব্দুল হাকিম, আইন ও মানবাধিকার সংস্থা ময়মনসিংহের সাধারণ সম্পাদক ফিরোজ আহমাদ, উপজেলা জামাতের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শামীম, বাংলাদেশ খেলাফত মজলিস ত্রিশাল শাখার সভাপতি মৌলভী আবু তাহের প্রমূখ।