গফরগাঁওয়ে বিএনপির আয়োজনে মতবিনিময়সভা ও গণ-ইফতার

এফএনএস (রফিকুল ইসলাম খান; গফরগাঁও, ময়মনসিংহ) : : | প্রকাশ: ২৪ মার্চ, ২০২৫, ০৭:০৯ পিএম
গফরগাঁওয়ে বিএনপির আয়োজনে মতবিনিময়সভা ও গণ-ইফতার

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি, দেশনায়ক তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার ভিত্তিতে সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণের লক্ষ্যে মতবিনিময় সভা, দোয়া ও গণইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (২৪ মার্চ) বিকেলে কান্দিপাড়া আস্কর আলী উচ্চ বিদ্যালয় মাঠে উস্থি ইউনিয়ন বিএনপি উদ্যোগে এই  মতবিনিময়, দোয়া ও গণইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় ইফতার পূর্ব আলোচনা সভায় উস্থি ইউনিয়ন বিএনপি নেতা মোঃ মজনু ভেন্ডারের সভাপতিত্বে ও জেলা যুবদল নেতা তোফাজ্জল হোসেন উজ্জ্বলের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক এ্যাডঃ আল ফাতাহ্ খান।

ইফতার মাহফিলে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পাগলা থানা বিএনপির সাবেক সদস্য এম এ মালেক, আমির উদ্দিন পালোয়ান, আমির হোসেন ও নজরুল ইসলাম খান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক দিদারুল ইসলাম দিদার, পাগলা থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোখলেছুর রহমান ও পাগলা থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোজাহিদুল কবির সেলিমসহ আরও অনেকেই প্রমূখ। উক্ত অনুষ্ঠানে অন্তত কয়েক হাজার দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের সাধারণ মানুষ এই গণ ইফতারের অংশ নেন।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে