দৌলতপুরে অবৈধ ভাবে বালু উত্তোলন কালে দুইজনকে জরিমানা আদায়

এফএনএস (মোঃ সাইফুল ইসলাম শাহিন; দৌলতপুর, কুষ্টিয়া) : : | প্রকাশ: ২৬ মার্চ, ২০২৫, ০১:১৪ পিএম
দৌলতপুরে অবৈধ ভাবে বালু উত্তোলন কালে দুইজনকে জরিমানা আদায়

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পদ্মা নদীর মরিচা এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় বালি  ভর্তি টলি সহ দুই জনকে আটক  করে  বলি মহাল মাটি সংরক্ষণ আইনের-২০১০ ধারা মোতাবেক  আড়াই লক্ষ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল ভ্রাম্যমান আদালতের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল হাই সিদ্দিকী এর নেতৃত্বে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি  কমিশনার ভূমি মোঃ ফয়সালআহাম্মেদ  আদালতের নেতৃত্ব দেন এ সময় আড়াই লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়। একের পর এক অভিযান ও অবৈধ  এ বালি  উত্তোলনে জরিমানা আদায় করলেও অবৈধ বালিকাটা বালির  ও বালির কারবার থেমে নােই বলে মনে করছেন  এলাকাবাসীরা।  বালি ব্যবস্থাপনা ও মাটি সংরক্ষণ আইনের আরো কঠোর  ভাবে প্রয়োগ করার কথা মনে করেন সচেতন এলাকাবাসী। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে  এ অভিযান অব্যাহত থাকবে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে