কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পদ্মা নদীর মরিচা এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় বালি ভর্তি টলি সহ দুই জনকে আটক করে বলি মহাল মাটি সংরক্ষণ আইনের-২০১০ ধারা মোতাবেক আড়াই লক্ষ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল ভ্রাম্যমান আদালতের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল হাই সিদ্দিকী এর নেতৃত্বে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার ভূমি মোঃ ফয়সালআহাম্মেদ আদালতের নেতৃত্ব দেন এ সময় আড়াই লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়। একের পর এক অভিযান ও অবৈধ এ বালি উত্তোলনে জরিমানা আদায় করলেও অবৈধ বালিকাটা বালির ও বালির কারবার থেমে নােই বলে মনে করছেন এলাকাবাসীরা। বালি ব্যবস্থাপনা ও মাটি সংরক্ষণ আইনের আরো কঠোর ভাবে প্রয়োগ করার কথা মনে করেন সচেতন এলাকাবাসী। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে এ অভিযান অব্যাহত থাকবে।