ধামইরহাটে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন বিষয়ে অবহিতকরণ সভা

এফএনএস (মোঃ আবু মুসা স্বপন ; ধামইরহাট, নওগাঁ) : : | প্রকাশ: ১৩ মার্চ, ২০২৫, ০৬:৩৫ পিএম
ধামইরহাটে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন বিষয়ে অবহিতকরণ সভা

নওগাঁর ধামইরহাটে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন বিষয়ে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এবং আবাসিক মেডিকেল অফিসার ডা. জহুরুল ইসলামের সভাপতিত্বে ১৩ মার্চ বেলা ১১ টায় স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন রোগ প্রতিরোধ, শরীরের জন্য ভিটামিন "এ" ক্যাপসুলের প্রয়োজনীয়তা, গুরুত্ব ও কিভাবে প্রদান করা হবে সে বিষয়ে পরিকল্পনা তুলে ধরে বক্তব্য প্রদান করেন আবাসিক মেডিকেল অফিসার ডা. জহুরুল ইসলাম। স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ আব্দুর রাজ্জাক এর উপস্থাপনায় মতামত প্রদান করেন ডাক্তার তাসনিম আরা মুক্তা, উপজেলা শিক্ষা অফিসার রবিউল ইসলাম, পরিবার পরিকল্পনা অফিসার বেদারুল ইসলাম, থানার সাব-ইন্সপেক্টর ফিরোজ হোসেন, এমটি ইপিআই সারোয়ার হোসেন, ওয়ার্ল্ড ভিশন ধামইরহাট প্রতিনিধি শারমিন আক্তার সুরভী, সাংবাদিক অধ্যাপক আব্দুর রাজ্জাক রাজু, এম এ মালেক, অরিন্দম মাহমুদ  প্রমুখ। এমটি ইপিআই সরোয়ার হোসেন জানান, উপজেলার ৮টি ইউনিয়নে ১৯২টি কেন্দ্রে আগামি ১৫ মার্চ এই টিকা খাওয়ানো হবে। প্রতিটি কেন্দ্রে ২জন করে ৩৮৪ জন স্বেচ্ছাসেবক এই সরকারি সেবাদানে সহযোগিতা করবেন।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে