নওগাঁর ধামইরহাট উপজেলা নির্বাচন অফিসের কর্মকর্তা কর্মচারীদের অংশগ্রহণে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সারাদেশের ন্যায় ধামইরহাট উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে জাতীয় পরিচয়পত্র পরিসেবা স্বাধীন নির্বাচন কমিশন হতে সংবিধিবদ্ধ নতুন কমিশনে স্থাানান্তরের কুট পরিকল্পনার বিরুদ্ধে মানববন্ধন ও অবস্থাান কর্মসূচি (ঝঞঅঘউ ঋঙজ ঘওউ) অনুষ্ঠিত হয়েছে। ধামইরহাট উপজেলা নির্বাচন অফিসের সামনে ১৩ই মার্চ বেলা ১১ টায় অনুষ্ঠিত মানববন্ধন ও অবস্থান কর্মসূচিতে উপজেলা নির্বাচন অফিসার আনিছার রহমান ও সকল শ্রেণীর কর্মকর্তা-কর্মচারীগণ অংশগ্রহণ করেন। উপজেলা নির্বাচন অফিসার আনিছার রহমান বলেন ‘জনস্বার্থে সেবাদান বিষয়ে আমরা অতিতেও রাতদিন না মেনে যেমন সেবা দিয়েছি, তেমনি ভবিষ্যতেও আমরা নিরঙ্কুশ ভাবে সেবা দিয়ে যাব, আমরা এনআইডি সেবা নির্বাচন কমিশনের অধিনের রাখার জোর দাবী জানাচ্ছি।