নববর্ষে নতুন ভোর

ফারদিন রেদোয়ান : | প্রকাশ: ১৩ এপ্রিল, ২০২৫, ০৭:৪০ পিএম
নববর্ষে নতুন ভোর

আলোর ঝরায় ভেসে আসে,

নব বর্ষের পা,

ধূপে গন্ধে হৃদয় ভরে

জাগে নতুন চাওয়া।


পান্তা-ইলিশ, আনন্দ শোভা,

আনন্দে মুখর ঢাক,

শাড়ি-পাঞ্জাবি রঙিন সাজে

বাংলার প্রাণের রাখ।


সূর্য উঠে নতুন আশায়,

মুছে ফেলুক ক্ষয়,

বছর জুড়ে বয়ে যাক তাই

ভালোবাসার বায়।


হৃদয় জুড়ে বাঙালিয়ানা,

সংস্কৃতির এই পাথেয়,

এসো সবাই মিলি গাইÑ

শুভ নববর্ষ হে!

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW