নাজিরপুরে গণঅধিকার পরিষদের ইফতার ও দোয়া মাহফিল

এফএনএস (মুহাম্মাদ আল-আমীন হোসাইন; নাজিরপুর, পিরোজপুর) : : | প্রকাশ: ২৩ মার্চ, ২০২৫, ০৮:২২ পিএম
নাজিরপুরে গণঅধিকার পরিষদের ইফতার ও দোয়া মাহফিল

পিরোজপুরের নাজিরপুরে গন অধিকার পরিষদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৩ মার্চ) বিকেলে নাজিরপুর উপজেলার সার্জিক্যাল ক্লিনিক ভবনে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা গণ অধিকার পরিষদের সভাপতি মো. নাজমুল হুদা সোহাগ।

গণ অধিকার পরিষদের নাজিরপুর শাখার সভাপতি মো. জহিরুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. এনায়েত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামাত ইসলাম নাজিরপুর শাখার আমীর মাওলানা আব্দুর রাজ্জাক, উপজেলা বিএনপি'র যুগ্ম আহবায়ক মোঃ তাওহিদুল ইসলাম, সাবেক উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক মো. রেজাউ করিম লিটন, নাজিরপুর প্রেসক্লাবের সেক্রেটারী এস এম সিপার, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মাদ আলী শিকদার, যুগান্তর প্রতিনিধি এইচ এম আব্দুল লাহেল মাহমুদ, নয়া দিগন্ত প্রতিনিধি আল-আমিন হোসাইন, নাজিরপুর সদর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলামিন খান, সাবেক বিএনপি নেতা সরদার মনিরুজ্জামান, গণ অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হাফিজুল ইসলাম মাঝি প্রমূখ। 

ইফতার মাহফিলে বক্তারা মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে দেশ ও জাতির কল্যাণ কামনা করেন এবং  দেশ, জাতি ও দলের জন্য বিশেষ মোনাজাত করা হয়। এ সময় গন অধিকার পরিষদের নাজিরপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের দায়িত্বশীল বৃন্দ উপস্থিত ছিলেন।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে