নানা কর্মসুচীর মধ্য দিয়ে মেহেরপুরে মহান স্বাধীনতা দিবস পালিত হচ্ছে

এফএনএস (ফারুক আহমেদ; মেহেরপুর) : : | প্রকাশ: ২৬ মার্চ, ২০২৫, ০১:১২ পিএম
নানা কর্মসুচীর মধ্য দিয়ে মেহেরপুরে মহান স্বাধীনতা দিবস পালিত হচ্ছে

নানা কর্মসূচীর মাধ্যমে মেহেরপুরে মহান স্বাধিনতা দিবস পালিত হচ্ছে । দিবসটি পালন উপলক্ষে বুধবার (২৬ মার্চ) সকালে সূর্য উদয়ের সাথে সাথে শহরের কলেজ মোড়ে অবস্থিত শহীদ স্মৃতিসৌধে  জেলা প্রশাসনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ। পরে পুলিশ সুপার মাকসুদা আক্তার খানম মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের পক্ষে বীর মুক্তিযোদ্ধা ক্যাপটেন আব্দুল মালেক সহ মুক্তিযোদ্ধারা, বিভিন্ন রাজনৈতিক দল ও তাদের অঙ্গ সংগঠন, সরকারি ও বে-সরকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজত করা হয়। এছাড়াও দিনের অনান্য কর্মসূচীর মধ্যে রয়েছে বর্ণাঢ্য কুচকাওয়াজ, মুক্তিযোদ্ধাদের সংর্বধনা, ক্রীড়া প্রতিযোগিতা, চিত্রাংকন প্রতিযোগিতা, মুক্তিযুদ্ধের প্রামান্য চিত্র প্রদর্শণ সহ নানা আয়োজন।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে