শেরপুরের নালিতাবাড়ীতে দেড় কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। সোমবার আটকদের শেরপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে রোববার রাতে উপজেলার বরুয়াজানি এলাকা থেকে তাদের আটক করা হয় ।
আটকরা হলেন উপজেলার বরুয়াজানি এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে আজিজুল হক (৫৫) ও নিজপাড়া গ্রামের সামিদুল হকের ছেলে রফিকুল ইসলাম লালু (৩০)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বরুয়াজানি এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে পুলিশ। ওইসময় ১ কেজি ৫শ গ্রাম গাঁজাসহ আজিজুল হক ও রফিকুল ইসলাম লালুকে আটক করা হয়।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, গাঁজাসহ আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পর আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।