পবিত্র ঈদ ফিতর উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার চাপরতলায় অসহায় ও হতদরিদ্রদের মধ্যে গোশত(মাংস) বিতরণ করা হয়েছে। আজ শুক্রবার সকালে চাপরতলা কুতুবুন্নেছা ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে চাপরতলা দাওয়াতুল কোরআন ইসলামী সংগঠনের উদ্যোগে চাপরতলা গ্রামে ৮০টি সুবিধাবঞ্চিত পরিবারের মধ্যে ঈদ উপহার হিসেবে গরুর মাংস বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা ইমাম পরিষদের সভাপতি ও উপজেলা কমপ্লেক্স জামে মসজিদের খতিব মুফতি মুখলেছুর রহমান। এসময় দাওয়াতুল কোরআন ইসলামী সংগঠনের সভাপতি মাওলানা জিয়াউর রহমান,সহ-সভাপতি মাওলানা রোকন উদ্দিন,মাওলানা আবদুল হান্নান,সাধারণ সম্পাদক মাওলানা নুরুল হক,অর্থ সম্পাদক হাফেজ আনছার উল্লাহ,সাংগঠনিক সম্পাদক মুফতি আবদুল লতিফ নুরী,অর্থ আদায়কারী সম্পাদক মুফতি সাহাদাত হোসাইন সেলিমসহ চাপরতলা দাওয়াতুল কোরআন ইসলামী সংগঠনের নেতৃবৃন্দসহ এলাকার গন্যমান ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। যখন এক কেজি গরুর মাস কিনতে হিমশিম খেতে হয় সাধারণ ক্রেতাকে তখন বিনামূল্যে এক কেজি করে গরুর মাংস বিতরণ করে ঈদ আনন্দ ভাগাভাগি ও প্রতিটি অসহায় মানুষের মুখে হাসি ফুটাতে পেরে আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছে দাওয়াতুল কোরআন ইসলামী সংগঠন। দাওয়াতুল কোরআন ইসলামী সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা নুরুল হক জানান, ধন্যবাদ জানাই দাওয়াতুল কোরআন ইসলামী সংগঠনের সব সহযোদ্ধাকে,যাদের অক্লান্ত পরিশ্রমে আমরা প্রথম ধাপের কাজটি সফলভাবে সম্পন্ন করেছি।