চাঁদপুরে ঈদ - রাজনীতি

নির্বাচনী এলাকায় বিএনপির শেখ ফরিদ আহমেদ মানিকের গণ সংযোগ

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : : | প্রকাশ: ৫ এপ্রিল, ২০২৫, ০৩:২৪ পিএম
নির্বাচনী এলাকায় বিএনপির শেখ ফরিদ আহমেদ মানিকের গণ সংযোগ

অন্তর্বর্তীকালীন সরকার আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ না দিলেও নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন রাজনৈতিক দলের নেতাসহ সম্ভাব্য প্রার্থীরা। ঈদ রাজনীতিতে চাঁদপুরের পাঁচটি আসনেও দেখা গেছে সম্ভাব্য প্রার্থী ও দলীয় মনোনয়ন প্রত্যাশী নেতাদের। 

ঈদে বাড়ি গিয়ে তারা দলীয় নেতা কর্মীদের সাথে দেখা-সাক্ষাৎ, ঈদ শুভেচ্ছা বিনিময় এবং নির্বাচনী এলাকার উপজেলা ও ইউনিয়নে সফর করে সাধারণ মানুষকে নির্বাচনী ‘সালাম’ দিচ্ছেন এবং তাদের খোঁজখবর নিচ্ছেন। বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ,গণঅধিকার পরিষদ, কমিউনিস্ট পার্টি,  ছাত্রদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) প্রায় সব দলের সম্ভাব্য প্রার্থীরা নিজেদের নির্বাচনী আসনে এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন। বেশ কয়েকদিন ধরেই তারা নিজ নিজ আসনের তৃণমূল মানুষের সঙ্গে নিবিড় এবং গভীর সম্পর্ক তৈরিতে ব্যস্ত। ভোটারদের দৃষ্টি কাড়তে এবং দলীয় মনোনয়ন নিশ্চিত করতে তৎপর সবাই।

এরই অংশ হিসেবে পর্যবেক্ষণে দেখা যাচ্ছে, চাঁদপুর- ৩ সদর আসনে(চাঁদপুর -হাইমচর) ২০১৮ সালের নির্বাচনে দলীয় মনোনয়নপ্রাপ্ত

বিএনপির ধানের শীষের বাহক শেখ ফরিদ আহমেদ মানিক এবার ঈদে সপরিবারে চাঁদপুর অবস্থান করে ঈদ উদযাপন করেছেন। ঈদের নামাজ আদায় থেকে শুরু করে ঈদ পরবর্তী গত ৫ দিন নিজ নির্বাচনী এলাকার জনগণ ও দলীয় নেতা কর্মীদের সঙ্গে খুবই ব্যস্ত সময় অতিবাহিত করে চলেছেন। শেখ ফরিদ আহমেদ মানিক বিএনপির কেন্দ্রীয় নেতা এবং চাঁদপুর জেলা বিএনপির সভাপতি। 

সেই সুবাদে দলীয় প্রতিটি সাংগঠনিক ইউনিটের নেতা কর্মীদের সাথে রয়েছে দলের দীর্ঘদিনের আন্দোলন সংগ্রাম,  জেল জুলুম হুলিয়া নির্যাতনের সবকিছুতেই তাঁর নিবিড় সম্পর্ক। বৃহস্পতিবার হাইমচর উপজেলা সফর করার পর শুক্রবার (৪ এপ্রিল ২০২৫) চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ও রামপুর ইউনিয়ন সফর করে সাধারণ মানুষের সাথে গণসংযোগ করেন।  

চাঁদপুরে এবার বিএনপি নেতাদের ঈদ কেটেছে ভিন্ন আমেজে। বিগত ১৬ বছর জেল-জুলুম-হুলিয়াসহ নানা কারণে মন খুলে ঈদের খুশি উদযাপন করতে না পারলেও এবার তাদের ঈদ আনন্দে যোগ হয়েছে ভিন্নমাত্রা। নেতাকর্মীদের মধ্যেও ছিল শঙ্কাহীন ঈদের সীমাহীন উচ্ছ্বাস-উদ্দীপনা।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে