নড়াইল প্রেসক্লাবের পক্ষ থেকে জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলমকে সংবর্ধনা দেয়া হয়েছে। রোববার দুপুরে প্রেসক্লাব মিলনায়তনে সংবর্ধনা অনুষ্ঠিত হয়। নড়াইল প্রেসক্লাবের আহবায়ক এস এম আব্দুল হকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেন, সংবাদমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। সমাজের নানা অসঙ্গতি সাংবাদিকরা তাদের লেখনীর মাধ্যমে তুলে ধরেন। বিএনপি সব সময় সাংবাদিকদের পাশে আছে এবং থাকবে।
সভায় স্বাগত বক্তব্য রাখেন-নড়াইল প্রেসক্লাবের সদস্য সচিব মাহবুবুর রশিদ লাবলু। এ সময় উপস্থিত ছিলেন-নড়াইল জেলা আইনজীবী সমিতির সভাপতি সাংবাদিক তারিকুজ্জামান লিটু, জেলা বিএনপির নেতা আলী হাসান, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুব মুর্শেদ জাপল, কালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স ম ওয়াহিদুজ্জামান মিলুসহ অনেকে।