পাইকগাছায় ছুরিকাহত করে ছিনতাই

এফএনএস (মহানন্দ অধিকারী মিন্টু; পাইকগাছা, খুলনা) : : | প্রকাশ: ১৫ এপ্রিল, ২০২৫, ০৭:৩৬ পিএম
পাইকগাছায় ছুরিকাহত করে ছিনতাই

খুলনার পাইকগাছাশ কপিলমুনিতে দূর্র্ধষ ছিনতাই সংগঠিত হয়েছে। সোমবার রাত পৌনে ১ টার দিকে সদরের শ্রীরামপুর মোড়ে এ ছিনতাই সংগঠিত হয়। মুখোশধারী ছিনতাইকারীরা স্থানীয় প্রগতি পোল্ট্রি ফিডের মালিক শুশান্ত কুমারকে ছুরিকাহত করে কাছে থাকা ২,৭০,৫০০ টাকা ছিনতাই করে পালিয়ে গেছে।ঘটনার শিকার শুশান্তর ভাই প্রশান্ত জানান, তার বড় ভাই প্রতি রাতের ন্যায় সদরের প্রগতি পোল্ট্রি ফিড ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে পায়ে হেঁটে প্রতিষ্ঠানের অদূরবর্তী বাড়িতে ফিরছিলেন। এসময় রাত ১২ টা ৪১ মিনিট বাড়ির গলির মধ্যে পৌছালে দু’জন মুখোশধারী যুবক তার পথরোধ করে তাকে লক্ষ্য করে চাকু মারে এসময় তিনি বাম হাত দিয়ে ঠেকালে তার হাতের অন্তত ৩টি আঙ্গুল কেটে যায়। এসময় তারা তার কাছে থাকা টাকার ব্যাগটি নিয়ে তারা পালিয়ে যায়। যাতে ২ লক্ষ ৭০ হাজার ৫ শ টাকা ছিল। পরে খবর পেয়ে বাড়ি থেকে লোকজন এসে তাকে উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে নেয়। রাতেই খবর পেয়ে স্থানীয় ফাঁড়ির পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।  মঙ্গলবার দুপুরে পাইকগাছা থানা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক ডা: আব্দুল মজিদসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেন। এদিকে রাতেই পুলিশ স্থানীয় দুটি ক্যামেরার সিসি টিভি ফুটেজ উদ্ধার করেছে। নির্ভরযোগ্য একাধিক সূত্র দাবি করছে। ছিনতাইয়ের ঘটনা ক্যামেরায় ধরা পড়েছে। যেখানে ছিনতাইকারীদেরকে চেনা যাচ্ছে বলে দাবি তাদের। যদিও পুলিশ সুষ্ঠু তদন্তের স্বার্থে বিস্তারিত জানাচ্ছেনা।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে