পাকুন্দিয়ায় ব্রহ্মপুত্র নদে অষ্টমী স্নানে পুণ্যার্থীর ঢল

এফএনএস (রাজন সরকার; পাকুন্দিয়া, কিশোরগঞ্জ) : : | প্রকাশ: ৫ এপ্রিল, ২০২৫, ০৮:০৫ পিএম
পাকুন্দিয়ায় ব্রহ্মপুত্র নদে অষ্টমী স্নানে পুণ্যার্থীর ঢল

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ব্রহ্মপুত্র নদে উৎসবমুখর পরিবেশে হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব অষ্টমী স্নান অনুষ্ঠিত হয়েছে। শনিবার ভোর থেকে শুরু হয়ে দিনব্যাপি চলে এ স্নান উৎসব। স্নান উৎসবে পুণ্যার্থীরা ফুল, বেলপাতা, ধান-দুর্বা, ডাব ও আমের পাতা নিয়ে 'হে মহাভাগ ব্রহ্মপুত্র, হে লৌহিত্য তুমি আমার পাপ হরণ করো' এই মন্ত্র উচ্চারণ করে ব্রহ্মার কৃপা লাভের আশায় অংশ নেন। এ উপলক্ষে শনিবার সকাল থেকে কিশোরগঞ্জসহ পার্শ্ববর্তী নরসিংদী, গাজীপুর, ময়মনসিংহ জেলার হাজার হাজার পুণ্যার্থী অষ্টমী স্নানের উদ্দেশ্যে হাজির হন পাকুন্দিয়া উপজেলার মঠখোলার ব্রহ্মপুত্র নদের তীরে। এছাড়াও দূর-দূরান্ত থেকে অনেকেই ব্রহ্মপুত্র নদের তীরবর্তী নিজ নিজ আত্মীয় স্বজনের বাসাবাড়ি এবং স্থানীয় কালী মন্দির ও মদনমোহন জিউর আখড়ায় আগের দিন এসে রাত্রিযাপন করেন। ভোর থেকেই পুর্ণ্যাথীরা নদীতে নেমে পবিত্র অষ্টমী স্নান উৎসবে অংশ নেন। এ বছর নদীতে জল থাকায় স্নান করতে সুবিধা, কাপড় পরিধানের সুব্যবস্থা ও নিরাপত্তার বিষয়ে পুণ্যার্থীরা সন্তোষ প্রকাশ করেন। এছাড়াও আগত পুণ্যার্থীদের জন্য মঠখোলা মদন মোহন জিউর আখড়া কমিটির পক্ষ থেকে সার্বক্ষণিক প্রসাদের ব্যবস্থা এবং কালী মন্দির এলাকায় মেলার আয়োজন করা হয়। স্নান করতে আসা জুটুন মোদক বলেন, প্রতি বছরের মত এ বছর পরিবার ও আত্মীয়দের নিয়ে অষ্টমী স্নান করতে এসেছি। শান্তি পূর্ণভাবে স্নান করলাম। 

মঠখোলার শ্রী শ্রী মদনমোহন জিউর আখড়ার সভাপতি তনুজ সাহা বলেন, পাকুন্দিয়া উপজেলাসহ আশপাশ জেলা থেকে বিপুলসংখ্যক পুণ্যার্থী অষ্টমী স্নান উৎসবে অংশ গ্রহণ করেছেন। এসময় নিরাপত্তার জন্য স্থানীয় প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। 

এ ব্যাপারে পাকুন্দিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন সরকার জানান, অষ্টমীর স্নান উপলক্ষে নিরাপত্তার জন্য অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়েছে। সেনাবাহিনীর টহলসহ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ ও গ্রাম পুলিশের সদস্য মোতায়েন ছিল। এছাড়াও কাপড় পরিবর্তনের জন্য পুরুষ-মহিলাদের পৃথক তাবুর ব্যবস্থা করা হয়েছে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে