বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা শাখার উদ্যোগে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ মার্চ) পৌরসদরের জজ ড্রীম ক্যাফেতে উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় সাংবাদিকদের সম্মানে এ ইফতার মাহফিল হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা শাখার সহকারী সেক্রেটারী শামছুল আলম সেলিম।
উপজেলা জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারী রফিকুল ইসলামের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, ফেকামারা ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবুল কাশেম বিপ্লব, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী আবু নাঈম মো. আব্দুল্লাহ, পৌর জামায়াতে ইসলামীর আমির মাওলানা নাজমুল হক, পাকুন্দিয়া প্রেসক্লাবের সভাপতি আছাদুজ্জামান খন্দকার, সাধারণ সম্পাদক এসএএম মিনহাজ উদ্দিন প্রমুখ। এ সময় উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সংবাদকর্মীগণ উপস্থিত ছিলেন।
বক্তরা বলেন, সত্য ও ন্যায়ের পক্ষে লিখনী ধারণ করে সাংবাদিকদের এগিয়ে যেতে হবে। আপনারা সব সময় সত্যকে সত্য আর মিথ্যাকে মিথ্যা বলবেন। আমাদের কোন নেতাকর্মীও যদি অনৈতিক কাজে জড়িয়ে পড়ে তাদের বিরুদ্ধেও আপনারা লিখবেন। আমরা তথ্য দিয়ে আপনাদের সহযোগিতা করব। সাংবাদিকরা যদি সমাজের সঠিক সংবাদ প্রকাশ করে, তবেই দুর্নীতি মুক্ত বাংলাদেশ আমরা গড়তে পারব।