কিশোরগঞ্জের বাজিতপুর পৌর শহরের রেজু মার্কেটে গতকাল বুধবার সন্ধ্যার দিকে পৌর বিএনপির সভাপতি এহেসান কুফিয়ার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় তিনি বলেন, গত সাড়ে ১৫ বছরে আওয়ামীলীগ কেন্দ্রীয় বিএনপি থেকে শুরু করে তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিয়েও রেহায় পায়নি। অবশেষে ছাত্রজনতার আন্দোলনে শেখ হাসিনা দেশ ছাড়তে বাধ্য হয়। তিনি আরো বলেন, বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার সুস্থতা কামনা সহ সকল বিএনপির নেতাকর্মীদের সু-স্বাস্থ্য কামনা করেন। এ সময় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য বদরুল আলম শিপু, প্রয়াত এমপি মজিবুর রহমান মঞ্জুর ছেলে মোস্তাফিজ রহমান মামুন, সাবেক উপজেলা বিএনপির সহ-সভাপতি হাজী কাজল ভূইয়া, পৌর বিএনপি নেতা আব্দুল কাদির ভূইয়া মঞ্জু সহ ছাত্রদল, যুবদল ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন।