বংকিরা পুলিশ ফাঁড়ির ৫০০ গজের মধ্যে গলায় ছুরি ধরে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এসময় ছিনতাইকারীরা আজমুল হোসেন নামে এক পথচারীর থেকে ১২ হাজার টাকা ও একটি মোবাইল ছিনিয়ে নেয়। এ ঘটনায় লিটন সরদার নামে এক ছিনতাইকারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে গ্রামবাসি।শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার সাধুহাটী ইউনিয়নের বংকিরা গ্রামের হাওনঘাটা মাঠে বংকিরা পুলিশ ফাঁড়ির পাশে এ ঘটনা ঘটে।
আটক লিটন সরদার পার্শ্ববর্তী চুয়াডাঙ্গা সদর উপজেলার জীবনা গ্রামের বজলুর রহমান সরদারের ছেলে।আটক লিটন পুলিশকে জানান, ছিনতাই শেষে একই গ্রামের হিরণ সরদারের ছেলে সজিব সরদার ও ফনে সরদারের ছেলে সজিব সরদারসহ অজ্ঞাত এক ছিনতাইকারী পালিয়ে যায়।ভুক্তভোগী আজমুল হোসেনের শ্বশুর বংকিরা গ্রামের আব্দুর রশিদ জানান, ঘটনার সময় চুয়াডাঙ্গার বদরগঞ্জ আক্কাস লেকভিউ পার্কে কাজ শেষে আজমুল বংকিরা গ্রামের শ্বশুরবাড়ি ফিরছিলেন। তিনি ঘটনাস্থলে পৌঁছালে চারজন ছিনতাইকারী তার পথরোধ করে। এ সময় ছিনতাইকারীরা গলায় ছুরি ধরে কাছে থাকা ১২ হাজার টাকা ও একটি মোবাইল নিয়ে যায়।বংকিরা গ্রামের কৃষক ডালিম মন্ডল মাঠ থেকে বাড়ি ফেরার সময় ছিনতাইকারী লিটন সরদারের ব্যাগে ছুরি দেখে বংকিরা পুলিশ ফাঁড়ির তদন্ত কর্মকর্তা এএসআই আলমগীরকে খবর দেন। তিনি ছিনতাইকারীকে আটক করে সদর থানায় নিয়ে যান। আটক লিটন সরদার ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন খবর নিশ্চিত করে জানান, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে বংকিরা গ্রামের মাঠ থেকে লিটন নামে এক ছিনতাইকারীকে আটক করা হয়েছে। ছিনতাইকারীরা পার্শ্ববতী জেলার বাসিন্দা।