যুদ্ধবিরতী চুক্তি লঙ্ঘন করে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের চলমান বর্বরোচিত হামলার প্রতিবাদে সড়ক অবরোধ, বিক্ষোভ মিছিল ও সমাবেশে উত্তাল হয়ে উঠেছে বরিশাল। সোমবার বিকেল পাঁচটার দিকে নগরীর অশ্বিনী কুমার টাউন হল চত্বর থেকে গাজায় যুদ্ধ বিরোধী চুক্তি ভঙ্গ করে ইসরাইলি বাহিনীর নৃশংস গণহত্যা ও উপর্যুপরি বিমান হামলার প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল মহানগর শাখার আয়োজনে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলের পূর্বে প্রতিবাদ সমাবেশে জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।
এছাড়াও দিনভর নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনের প্রধান সড়কে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন ছাত্র-জনতা। বিক্ষোভে অংশগ্রহণকারীরা হাতে প্ল্যাকার্ড নিয়ে ‘গাজা বাঁচাও’ ‘ইসরায়েলের গণহত্যা বন্ধ কর’ ‘ফিলিস্তিনিদের ন্যায্য অধিকার চাই’ শ্লোগানে মুখর করে তোলেন গোটা নগরী।
সকল সমাবেশেই বক্তারা প্রায় একই সুরে বক্তব্যে বলেছেন, ইসরায়েল যে বর্বরতা গাজায় চালাচ্ছে, তা ইতিহাসে নজিরবিহীন। যুদ্ধবিরতী চুক্তি ভঙ্গ করে শিশু, নারী, সাংবাদিক, বেসামরিক মানুষের ওপর নির্বিচারে বোমা বর্ষণ করে মানবাধিকারের চরম লঙ্ঘন করছে। বিশ্ব সম্প্রদায়ের উচিত এখনই একতাবদ্ধ হয়ে এই গণহত্যা বন্ধে কার্যকর উদ্যোগ গ্রহণ করা। তাই অবিলম্বে গাজায় হামলা বন্ধে আন্তর্জাতিক চাপ বৃদ্ধিসহ মানবিক সহায়তা পৌঁছানোর ব্যবস্থা করার জন্য বক্তারা জোর দাবি করেন।