দুর্গাপুরে আগুন দুটি দোকান পুড়ে ছাই, ১৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

এফএনএস (এস.এম রফিকুল ইসলাম; দুর্গাপুর, নেত্রকোনা) : : | প্রকাশ: ২২ মার্চ, ২০২৫, ০৪:৩২ পিএম
দুর্গাপুরে আগুন দুটি দোকান পুড়ে ছাই, ১৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

নেত্রকোনার দুর্গাপুরে অগ্নিকাণ্ডের ২টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন। বৃহস্পতিবার দিবাগত রাত ৪টার দিকে উপজেলার চন্ডিগড় ইউনিয়নের পূর্ব বালুচর বাজারে এ ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা হলেন, কীটনাশক ও মনোহারী ব্যবসায়ী শামছুল আলম সবুজ ও সার ব্যবসায়ী আব্দুর রহমান।

জানা গেছে, বেশি মালমাল থাকায় রাতে দোকানেই রাত্রিযাপন করতেন শামছুল আলম সবুজ। বৃহস্পতিবারও তিনি দোকানেই ঘুমিয়ে ছিলেন। তবে সেহেরির সময় খাবার খেতে বাড়িতে যান। হঠাৎ মানুষের চিৎকার শুনে বেরিয়ে আসেন তখন শুনেন দোকানে আগুন লেগেছে। স্থানীয়রা আগুন নিভানোর চেষ্টা করলেও ততক্ষণে ২টি দোকানে আগুন ছড়িয়ে পড়ে। শামছুল আলমের দোকানে ভেতরে থাকা সকল মালামাল পুড়ে ছাই হয়ে যায়। অপরদিকে আব্দুর রহমানের দোকানে ভিতরে বেশি কিছু না থাকলেও দোকান সম্পন্ন পুড়ে যায়। শামছুল আলম সবুজ বলেন, বেশি মালমাল তুলেছি দোকানে তাই রাতে দোকানেই ঘুমাই। আগুনের আগে আমি সেহেরির খাবার খেতে বাড়িতে গিয়েছিলাম খাবার খাওয়ার মধ্যেই মানুষের চিৎকার চেচামেচি শুনি ভেবেছিলাম চোর এসেছে তখনই বের হয় বাজারের দিকে আসি পরে শুনি আমার দোকানে আগুন লেগেছে এসে দেখি সব পুড়ে ছাই হয়ে গেছে। কিভাবে আগুন লাগলো বুঝতেছি না।

দুর্গাপুর ফায়ার সার্ভিসের লিডার মনজুর ফরাজি বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক আমরা রওনা করি কিন্তু অর্ধেক পথ পর্যন্ত যেতেই সেখান থেকে তারা আমাদের ফোনে বলে আগুন নিভিয়ে ফেলেছে। এরপর আমরা ফিরে আসি।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে