ফুলবাড়ীতে আয়োজনে পহেলা বৈশাখ নববর্ষ উদযাপন

এফএনএস (প্রভাষিকা রীতা গুপ্তা; ফুলবাড়ি, দিনাজপুর) : : | প্রকাশ: ১৪ এপ্রিল, ২০২৫, ০২:৩১ পিএম
ফুলবাড়ীতে আয়োজনে পহেলা বৈশাখ নববর্ষ উদযাপন

দিনাজপুরের ফুলবাড়ীতে ব্যাপক আয়োজনের মধ্যে দিয়ে সরকারি ও বেসরকারিভাবে আজ সোমবার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখ ১৪৩২ বাংলা নববর্ষ উদযাপন করা হয়েছে।

দিবসটি পালনের জন্য উপজেলা প্রশাসনের উদ্যোগে সকার ৯টায় এক বর্ণাঢ্য শোভাযাত্রা পৌরশহরে বের করা হয়। শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ চত্বরের বৈশাখী মঞ্চে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসাহাক আলী। এতে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মোহাম্মাদ জাফর অরিফ চৌধুরী, ভারপ্রাপ্ত উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহানুর রহমান, থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম খন্দকার মহিব্বুল, পৌর শাখা বিএনপি’র সভাপতি মো. আবুল বাসার, সাধারণ সম্পাদক মো. সাহাজুল ইসলাম প্রমুখ।

শেষে পহেলা বৈশাখ উপলক্ষে বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। 

পরে উপজেলা প্রশাসন আয়োজিত দিনব্যাপী বৈশাখী মেলা ও লোকজ সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসাহাক আলী। 

বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও দিনব্যাপী বৈশাখী মেলায় ব্যাপক সংখ্যক দর্শনার্থীর সমাগম ঘটে। 

এদিকে উপজেলার প্রত্যেকটি শিক্ষাপ্রতিষ্ঠান নিজ উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পহেলা বৈশাখ উদযাপন করেছে। 

দিবসটি উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রোগী এবং এতিমখানাগুলোতে অবস্থানরত এতিমদের মাঝে উন্নতমানের খাবার সরবরাহ করা হয়েছে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে