বরিশালে মহান স্বাধীনতা দিবস পালিত

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : : | প্রকাশ: ২৬ মার্চ, ২০২৫, ০৪:১০ পিএম
বরিশালে মহান স্বাধীনতা দিবস পালিত

নানা আয়োজনে মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে। বুধবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সাথে সাথে  জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে স্বাধীনতা ও জাতীয় দিবসের সূচনা করা হয়। 

এরপরই ত্রিশ গোডাউন বধ্যভূমিতে বিভাগীয় ও জেলা প্রশাসন বিভিন্ন সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান পুষ্পস্তবক অর্পণ করেন। পরে শহিদ এডিসি কাজী আজিজুল ইসলাম সমাধি সৌধে পুষ্পস্তবক অর্পণ করে তার রুহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়। সকাল নয়টায় নগরীর বঙ্গবন্ধু উদ্যানে জাতীয় পতাকা উত্তোলন, বেলুন ফেষ্টুন এবং শান্তির প্রতীক পায়রা উড়িয়ে প্রধান অতিথি হিসেবে মহান বিজয় দিবসের আনুষ্ঠানিক শুভ সূচনা করেন বিভাগীয় কমিশনার মোঃ রায়হান কাওছার। এরপরই কুচকাওয়াজ প্রদর্শন করা হয়। 

জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশাল রেঞ্জ ডিআইজি মোঃ মঞ্জুর মোর্শেদ আলম, মেট্রাপলিটন পুলিশ কমিশনার মোঃ শফিকুল ইসলাম, পুলিশ সুপার মোঃ শরিফ উদ্দিন সহ অন্যান্যরা। দুপুর আড়াইটায় জেলা প্রশাসনের আয়োজনে শিল্পকলা একাডেমিতে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও নগদ অর্থ প্রদান করা হয়।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে