বিএনপির উন্নয়নের রাজনীতি করে, বিএনপি উৎপাদনের রাজনীতি করে, সাম্যের রাজনীতি করে। দেশ নিয়ে নানা যড়যন্ত্র চলছে। সকল যড়যন্ত্র মোকাবেলা করে তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে বাংলাদেশকে সুখিসমৃদ্ধ স্বনির্ভর বাংলাদেশ বাংলাদেশ গড়ে তুলবো। লালপুর- বাগাতিপাড়াকে আমরা একটি মডেল জায়গায় নিয়ে যেতে চাই। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় লালপুরে বিএনপির দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু এসব কথা বলেন। শুক্রবার (২৮ মার্চ) লালপুর উপজেলা বিএনপি ও গোপালপুর পৌর বিএনপির সকল অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে লালপুর শ্রী সুন্দরী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় চত্তরে উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান সরকারের সভাপতিত্বে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিলে বক্তব্য রাখেন গোপালপুর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম রানা, আব্দুলপুর সরকারি কলেজের সাবেক ভিপি আরিফুল ইসলাম, বাগাতিপাড়া উপজেলা বিএনপির নেতা শরিফুল ইসলাম ইসলাম লেলিন, বিএনপি নেতা শামীম সরকার, ঈশ্বরদী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আমিনুল হক, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নাজির উদ্দিন বাবু, সাজেদুল ইসলাম হলুদ, লালপুর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এজাজুল হক বাচ্চু প্রমূখ।
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনায়, ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিলে বিএনপির নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।
এসময় উপজেলা বিএনপি, যুবদল ,ছাত্রদল, কৃষকদল স্বেচ্ছাসেবক দল, জিয়া মঞ্চের নেতৃবৃন্দ সহ এলাকার বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক মানুষ ইফতার মাহফিলে অংশ গ্রহণ করেন।