ঝিনাইদহের মহেশপুরে শত্রুতার জেরে মতিয়ার রহমান (৫০) নামে এক ব্যবসায়ীকে গুলি করে হত্যাচেষ্টা করা হয়েছে। মঙ্গলবার ভোরে মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।আহত মতিয়ার রহমানকে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, মতিয়ার রহমান ভোর রাতে সেহেরি খাওয়া শেষে বাড়ির পাশের একটি দোকানে যাচ্ছিলেন। সেসময় আগে থেকে ওৎ পেতে থাকা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে ৩টি গুলি করে। একটি গুলি তার শরীরে লাগে। কে বা কারা তাকে গুলি করেছে তা তদন্ত করে বের করার চেষ্টা চলছে বলে পুলিশ জানিয়েছে। একাধিক সূত্র জানিয়েছে, সীমান্তে চোরাচালান সিন্ডিকেটের চিহ্নিত সদস্যরা এই হামলা চালিয়েছে। এর আগেও বাঘাডাঙ্গা গ্রামে চোরাচালানের ভাগাবাটোয়ারা নিয়ে দ্বন্দের জেরে ২ জনকে গুলি করে হত্যার ঘটনা ঘটে।পুলিশ ও একাধিক গোয়েন্দা সংস্থা ঘটনার তদন্ত শুরু করেছে। এ ঘটনার সঙ্গে চোরাকারবারিদের কোনো ধরনের যোগসাজশ আছে কি না তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।