রাজশাহী বাঘায় মাজদার রহমান (৬০) নামের এক ভ্যান চালকের বাসের ধাক্কায় নিহত হয়েছেন। শুক্রবার (৪ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার মনিগ্রাম ইউনিয়নের সাজির বটতলা মোড়ে এ ঘটনা ঘটেছে। মাজদার রহমান মনিগ্রাম ইউনিয়ানের হাবাসপুর গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে।
জানা গেছে, রাজশাহী থেকে বাঘায় আসছিলেন যাত্রীবাহী একটি বাস। বাসটি বাঘায়-চারঘাট সড়কের সাজির বটতলার মান্নান কাজীর বাড়ির সামনে পৌঁছলে ভ্যানের সাথে মুখোমুখি ধাক্কা লাগে। এতে ভ্যান চালক ছিঁটকে রাস্তায় পড়ে গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে দায়িত্বরত ডাক্তার হুমাররা জেসমিন নিপন তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর জনতা বাসটি আটক করেছেন।
মাজদার রহমানের ছেলে রাব্বি হোসেন বলেন, সকাল ১০টার দিকে ভ্যান নিয়ে ভাড়া মারার জন্য বের হয়েছিলেন। রাতে খবর পাই পিতা সড়ক দুর্ঘটনার মারা গেছে।
এ বিষয়ে বাঘা থানার ওসি আফম আসাদুজ্জামান বলেন, লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। শনিবার ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। যাত্রীবাহী বাসটি জব্দ করা হলেও চালক পলাতক রয়েছে।