বিরলে ২৬ মার্চ ২০২৫ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বিভিন্ন কর্মসূচি উদযাপন করা হয়েছে। কর্মসূচির মধ্যে ৩১ (একত্রিশ) বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভ সূচনা, সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও বেসরকারি ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন, স্মৃতি সৌধে পুষ্পম্ভবক অর্পন, আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, বাংলাদেশ পুলিশ, আনসার ও ভিডিপি, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স, বিএনসিসি এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সমাবেশ ও কুচকাওয়াজ এবং প্রীতি ফুটবল (উপজেলা প্রশাসন বনাম বিরল সুধী একাদশ) ও পুরষ্কার বিতরণ করা হয়। এছাড়াও
বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বৃদ্ধাশ্রাম ও এতিমখানায় উন্নতমানের বিশেষ খাবার পরিবেশন, মহান বীর শহিদের পবিত্র আত্মার মাগফেরাত, বীর মুক্তিযোদ্ধা ও জাতির শান্তি ও অগ্রগতি কামনা করে সকল মসজিদ, মন্দির, গীর্জা, প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ মোনাজাত/প্রার্থনা, গুরুত্বপূর্ণ সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত এবং বেসরকারিভবন/স্থাপনাসমূহ আলোক সজ্জিতকরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানসমূহে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ইশতিয়াক আহমেদ। এ সময় প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ ও রাজনৈতিক নেতৃবৃন্দ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।