বিল্লাল আতঙ্কে গ্রামবাসী : থানায় অভিযোগ

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : : | প্রকাশ: ২৪ মার্চ, ২০২৫, ০৬:০৩ পিএম
বিল্লাল আতঙ্কে গ্রামবাসী : থানায় অভিযোগ

বিল্লাল ও তার সহযোগিদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছে ভোলার চরফ্যাশন উপজেলার আমিনাবাদ ইউনিয়নের হালিমাবাদ গ্রামবাসী।ওই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. কালিমুল্লাহ পন্ডিতের ছেলে বিল্লাল হোসেনের জিম্মিদশা থেকে মুক্তি পেতে প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন বিল্লালের অত্যাচারে অতিষ্ঠি গ্রামবাসী। স্থানীয়রা অভিযোগ করেন, গত ১৭ মার্চ চরফ্যাশন উপজেলা কৃষি অফিসের উপ-সহকারী কৃষি অফিসার সামছুল আলমকে (৩৬) প্রকাশ্যে রাস্তায় ফেলে রড দিয়ে বেধরক পিটিয়ে আহত করে বিল্লাল। এ সময় সামছুল আলমের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলেও বিল্লালের ভয়ে কেউ কৃষি অফিসারকে রক্ষায় সামনে আসতে সাহস পায়নি।

পরবর্তীতে আহত সামছুল আলমকে প্রথমে চরফ্যাশন হাসপাতালে, পরে গুরুত্বর অবস্থায় বরিশাল সদর হাসপাতালে এবং  সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল ভর্তি করা হয়। 

আহত সামছুল আলম অভিযোগ করেন, তার ওপর হামলার ঘটনায় চরফ্যাশন থানায় মামলা দায়ের করতে গেলে পুলিশ মামলা না নিয়ে ব্যাপক তালবাহানা শুরু করেন।

তিনি আরও বলেন, নানা নাটকীয়তার পর থানা পুলিশ মামলা না নিয়ে হামলার ঘটনায় ২৩ মার্চ একটি জিডি নিয়েছে (যার নং ৯২০)।ভূক্তভোগী গ্রামবাসীর অভিযোগ, বিল্লালের সকল অপকর্মের ঘটনা ধামাচাঁপা দেওয়ার জন্য স্থানীয় কতিপয় প্রভাবশালীরা মরিয়া হয়ে উঠেছেন।

সূত্রমতে, সম্প্রতি সময়ে এক সৌদি প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের চেষ্টা চালায় বিল্লাল। ওইসময় প্রবাসীর ছোট ভাই তাকে (বিল্লাল) ধরে ফেললেও কৌশলে বিল্লাল তাকে কামড়ে পালিয়ে যায়। তখনও থানায় মামলা করতে গেলেও ইউনিয়ন চেয়ারম্যানের বাঁধায় বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা করা হয়।

ভূক্তভোগীদের অভিযোগে জানা গেছে, গত ৫ আগস্টের পর বিল্লাল ওই প্রবাসীর পরিবারের কাছে পাঁচ লাখ টাকা দাবি করে আসছে। তার দাবিকৃত টাকা না দিলে প্রবাসীর পরিবারকে শান্তিতে থাকতে দিবেনা বলেও হুমকি প্রদর্শন করা হয়। ভূক্তভোগী গ্রামবাসী বিল্লালকে দ্রুত গ্রেপ্তারের জন্য প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের কাছে জোর দাবি জানিয়েছেন। উল্লেখিত অভিযোগের বিষয়ে জানতে বিল্লাল হোসেনের ব্যবহৃত (০১৯১৭-৬৬ ৭৬ ৭৬) মোবাইল নাম্বারে অসংখ্যবার  যোগাযোগ করা হলেও নাম্বারটি বন্ধ থাকায় তার কোন বক্তব্য গ্রহণ করা সম্ভব হয়নি।


উল্লেখিত অভিযোগের বিষয়ে জানতে বিল্লাল হোসেনের ব্যবহৃত মোবাইল নাম্বারে অসংখ্যবার  যোগাযোগ করা হলেও নাম্বারটি বন্ধ থাকায় তার কোন বক্তব্য গ্রহণ করা সম্ভব হয়নি।


এ ব্যাপারে  চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান হাওলাদার জানান, বিল্লাল হোসেনের বিরুদ্ধে ভূক্তভোগীর দায়ের করা অভিযোগের তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে