নগরীর কাউনিয়া বিসিক এলাকার ম্যাটেরিয়ালসের একটি গোডাউনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে কোন হতাহতের ঘটনা না ঘটলেও ৩০ মিনিটের চেষ্টায় ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের সদস্যরা আগুন নিয়ন্ত্রণ করেছেন। এসময় আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে ফায়ার সার্ভিসেরর একাধিক কর্মী অসুস্থ হয়ে পড়েন।
বুধবার দুপুরে তথ্যের সত্যতা নিশ্চিত করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বরিশালের সহকারী পরিচালক হেলাল উদ্দিন খান বলেন, মঙ্গলবার (২৫ মার্চ) রাত সাড়ে দশটার দিকে বিসিকের একটি ওয়েস্ট ম্যাটেরিয়ালসের গোডাউনে অগ্নিকান্ডের খবরপেয়ে ফায়ার সার্ভিসের ৬ টি ইউনিটের সদস্যদের সম্মিলিত চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তিনি আরও বলেন, গোডাউনটি চারদিক থেকে আটকানো ও মালামালে পরিপূর্ণ থাকায় এবং ধোয়ার কারনে আগুন নেভাতে কিছুটা বেগ পেতে হয়। অগ্নিকান্ডর সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত ছাড়া বলা সম্ভব নয় বলেও তিনি উল্লেখ করেন।
অপরদিকে বাবুল নামের এক ব্যক্তি গোডাউনটি তার দাবী করে জানিয়েছেন, গোডাউনে প্যাকেজিং ম্যাটেরিয়ালসহ বিভিন্ন ধরনের মালামাল রয়েছে। কীভাবে আগুন লেগেছে তা তিনি জানেন না, তবে শটসার্কিটের মাধ্যমে যেমন হতে পারে আবার কেউ লাগিয়ে দিতে পারে বলেও তিনি শঙ্কা প্রকাশ করছেন।