বেনাপোলে গঠনতন্ত্র না মেনে প্রভাতী সংঘ নামে একটি রেজিষ্ট্রেশন ক্লাব বিতর্কিতদের দিয়ে অনুমোদনের বিরুদ্ধে সাংস্কৃতিক কর্মীদের অভিযোগে কার্যক্রম কমিটির স্থগিত করেছে সমাজ সেবা অফিস।
মঙ্গলবার (২৫ মার্চ) যশোর জেলা সমাজ সেবা কার্যলয়ের উপপরিচালক অসিত কুমার সাহার সাক্ষরিত একটি চিঠিতে কমিটি স্থগিতের আদেশ দেওয়া হয়।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, প্রভাতী সংঘ নিবন্ধন নং (১০১/১৯৭৬, তাং ১৮/১০/১৯৭৬) যশোরের শার্শা উপজেলার বেনাপোলে বর্তমান কার্যনির্বাহী কমিটির বিরুদ্ধে একটি অভিযোগ দাখিল করেছেন সাবেক কমিটির সাংস্কৃতিক ব্যক্তিত্বরা। এ অভিযোগের ভিত্তিতে তদন— প্র্বূক প্রতিবেদন প্রদানের জন্য ৩ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে তারা তদন— জমা দিবেন। তদন— শেষ না হওয়া পর্যন— নতুন কমিটির সব ধরনের কার্যক্রম স্থগিত থাকবে।
এর আগে প্রভাতী সংঘের মেয়াদ শেষ হওয়াতে নতুন কমিটি তৈরীর প্রক্রিয়া চলাচ্ছিল সদস্যরা। কিন্তু বেনাপোল পৌরসভার ভবারবেড় গ্রামের ইমদাদুল হক ইমদা ও মোস্তাফিজুর রহমান (মোবাইল বাবু) কৌশলে এ সংগঠনের দলিল সংগ্রহ করে প্রভাব বিস্তারের মাধ্যমে গত ১১ মার্চ একটি কমিটির অনুমোদন করিয়ে নেয়। পরে পূর্বের কমিটির সদস্যরা বিষয়টি জানতে পেরে সমাজ সেবা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর নতুন কমিটি বাতিলের আবেদন করেন। এতে বিষয়টি বিবেচনায় নিয়ে কমিটি স্থগিতের নির্দেশ দেয় সমাজ সেবা কার্যলয়।
বেনাপোলের সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাবরিনা মমতাজ,জিএম আশরাফ,জাকির হোসেন, মাসুদ মহাসিন,আজিজুল হক,শাহিন ও মনিরুজ্জামান জানান, প্রভাতী সংঘ শার্শা- বেনাপোলের বুকে একমাত্র অরাজনৈতিক সংগঠন বলে ১৯৭৬ সাল থেকে তার ধারাবাহিকতা বহন করে আসছে। তবে গত ৫ আগষ্ট হঠাৎ করে উশৃঙ্খল একটি বাহিনী বেনাপোল ষ্টেশন সড়কে অবস্থিত প্রভাতী সংঘ ক্লাবটি দখল করে তালা ঝুলিয়ে দেয়। পরে সেখানে রাজনৈতিক নেতাদের ছবি সাটিয়ে শালিস-বিচারসহ বিতর্কীত কার্যক্রম শুরু করে। বিষয়টি নিয়ে সাংস্কৃতি প্রেমীরা গণমাধ্যমকর্মীদেরকে অবগত করলে গত বছরের ২২ সেপ্টম্বর বিভিন্ন পত্র-পত্রিকায় সংবাদ প্রকাশ হয়। সংবাদ প্রকাশের পরের দিন বাধ্য হয়ে রাজনৈতিক নেতাদের ছবি সরিয়ে ক্লাবের দখল ছেড়ে দেয় তারা। তবে নতুন করে এ মহলটি প্রভাতী সংঘ দখল নিতে সমাজ সেবা কর্মকর্তাকে চাপ প্রয়োগ করে গত ১১ মার্চ একটি বিতর্কিত কমিটির জন্ম দেয় তারা। যে কমিটিতে পুরানো কমিটি কোন ব্যক্তি বা সাংস্কৃতি প্রেমীরা নাই।
বেনাপোল পৌর যুবদলের আহবায়ক মোস্তাফিজুর রহমান বাবু ও উপজেলা ছাত্রদলের আহবায়ক শরিফুল ইসলাম চয়ন জানান, আমরা আশা করবো সমাজ সেবা কর্মকর্তা সঠিক ভাবে তদন— করে রিপোর্ট প্রকাশ করবেন। সৎ,শিক্ষিত,সাংস্কৃতিক মনা ও সামাজিক ব্যক্তিত্বদের নিয়ে গঠন হবে প্রভাতী সংঘ। যাতে কোন ভাবে বিতর্কিতরা কমিটিতে স্থান না পায় অনুরোধ জানান ছাত্র নেতারা।