বয়রা নূরানী একাডেমিতে খেলাফত মজলিসের আলোচনা ও ইফতার মাহফিল

এফএনএস (এম এ আজিম; খুলনা) : : | প্রকাশ: ১৫ মার্চ, ২০২৫, ০৭:২২ পিএম
বয়রা নূরানী একাডেমিতে খেলাফত মজলিসের আলোচনা ও ইফতার মাহফিল

খুলনা জেলা খেলাফত মজলিসের পক্ষ থেকে আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ মার্চ) ১৪ রমজান উপলক্ষে খুলনা মহানগরীর বয়রা খানজাহান আলী নূরানী একাডেমিতে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতা করেন খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমীর আলহাজ্ব মাওলানা সাখাওয়াত হোসাইন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা জেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা এমদাদুল হক। জেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল্লাহ যোবায়ের এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন মহানগর খেলাফত মজলিসের সভাপতি এফ এম হারুনর রশীদ, জেলা খেলাফত মজলিসের সহ-সভাপতি মাওলানা মুফতি শফিকুল ইসলাম।

এছাড়া উপস্থিত ছিলেন মাওলানা আবু সাঈদ আল মাহমুদ, মাওলানা জাকারিয়া, মাষ্টার মো. মামুনুর রশীদ, মাওলানা মাহমুদ আলী, মাওলানা মোস্তাফিজুর রহমান, মো. মিজানুর রহমান, মো. সাকিবুর রহমান, মাওলানা সাজ্জাদুল্লাহ রায়হান, মাষ্টার হাবিবুল্লাহ প্রমুখ।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে