আনন্দ-উচ্ছ্বাস আর বর্ণিল ও বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রার র্যালিসহ নানা অনুষ্ঠানমালার মধ্যে দিয়ে ভূরুঙ্গামারী উপজেলা প্রশাসনের আয়োজনে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ 'বাংলা নববর্ষ-১৪৩২দ উদযাপিত হয়েছে।
দিবসটি পালন উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা,আনন্দ শোভাযাত্রা, পান্তা উৎসব আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সোমবার (১৪ এপ্রিল) সকাল ৯.৩ ঘটিকায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মুক্ত মঞ্চে জাতিয় সঙ্গীত ও বৈশাখী গান পরিবেশনের মাধ্যমে পহেলা বৈশাখের শুভ সুচনা হয়।
পরে উপজেলা পরিষদ চত্বর হতে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়। ঐতিহ্যবাহী বাঙালি পোশাক বাহারী শাড়ী-পাঞ্জাবী পরে রং-বেরঙের প্লেকার্ড-ফেস্টুনসহ সর্বস্তরের মানুষ এই আনন্দ শোভাযাত্রায় অংশগ্রহণ করে। আনন্দ শোভাযাত্রাটি উপজেলার গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মুক্ত মঞ্চে এসে শেষ হয়।
এরপর উপজেলা চত্বরে বিভিন্ন স্টলে পান্তা ইলিশ খাওয়ার ভীড় জমে। পরে উপজেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে জাতীয় সংগীত, এসো হে বৈশাখ গান ও দেশাত্ববোধক গান, লোকজ নৃত্য, রাখি বন্ধন, আবৃত্তির মাধ্যমে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আনন্দ শোভাযাত্রা দিয়ে নতুন বছর শুরু
উপজেলা নির্বাহী অফিসার জনাব গোলাম ফেরদৌস এর সভাপতিত্ব করেন। এসময় বীর মুক্তিযোদ্ধা মানিক উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক কাজি গোলাম মোস্তফা, আবুল কালাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম অন্যান্য রাজনৈতিক ব্যক্তি, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের সরকাররি ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সরকারি-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এবং বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ, গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।