চাঁদপুরের মতলব উত্তর উপজেলার জাটকা ইলিশ পরিবহনকারীকে ৫ হাজার টাকা জরিমানা। বৃহস্পতিবার (৩ এপ্রিল-২০২৫)বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় অটোরিকশা যোগে পরিবহনকালে ৫শ'কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়। অটোরিকশায় জাটকা পরিবহনকারীকে ৫হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, উপজেলার এখলাশপুর বেড়িবাঁধ এলাকায় অটোরিকশা যোগে পরিবহনকালে ৫শ' কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়। জব্দকৃত মাছ বিভিন্ন এতিমখানায় ও দুস্থ মানুষের মধ্যে বিতরন করা হয়েছে। এছাড়া পরিবহনকারীকে মোবাইল কোর্টের আওতাধীন মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ এর ৫(১) ধারায় ৫ হাজার টাকা অর্থদন্ড দেয়া হয় দন্ড প্রাপ্ত ব্যক্তি হলেন এখলাশপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে মো: জাকির হোসেন (৩৯)। মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার বিজয় কুমার দাস, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মো. রবিউল হক, মৎস্য অফিসারের প্রতিনিধি ইমাম হোসেন। সিনিয়র উপজেলা মৎস্য অফিসার বিজয় কুমার দাস জানান, পদ্মা-মেঘনায় ১ মার্চ-৩০এপ্রিল দুই মাস ইলিশের অভয়াশ্রমে মাছ ধরা নিষেধ।অভয়াশ্রম ও ঝাটকা রক্ষা কর্মসূচি বাস্তবায়নে অভিযান পরিচালনা করা হচ্ছে। জাটকা রক্ষায় অভিযান অব্যাহত থাকবে।
সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা,অভয়াশ্রম ও ঝাটকা রক্ষা কর্মসূচি বাস্তবায়নে আমরা কাজ করছি। সরকারে নির্দেশ কেউ অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।