চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুরে কৃষি জমিতে পেতে রাখা বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎপৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে । শুক্রবার (৪ এপ্রিল ২০২৫) সকাল সাড়ে ৮টায় নারায়নপুর পৌরসভার ৮নং ওয়ার্ডের লক্ষিপুর গ্রামের মিজানুর রহমান মুন্সির ধান ক্ষেতে পাম্প মেশিন দিয়ে পানি দিতে যায় একই গ্রামের দরবেশ বাড়ীর আলী আরশাদের ছেলে শরিফ (২৮) । ওই জমিতে ইঁদুর মারার জন্য বিদ্যুতের লাইন টেনে ফাঁদ পেতে রাখা ছিল । পাম্প মেশিন চালু করতে পাশের ডোবা থেকে পানি আনতে গিয়ে বিদুৎপৃষ্টে আহত হয় শরিফ।
পরে মিজান মুন্সির বাড়ীর লোকজন তাকে উদ্বার করে মতলব দক্ষিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক মৃত ঘোষনা করেন । নিহতের ভগ্নিপতি রাকিব বলেন, শরিফের মৃত্যুর খবর পেয়ে ছুটে এসেছি। মিজান মুন্সি যদি ইঁদুর মারতে বিদ্যুতের ফাঁদ পাততো তাহলে ভোরবেলা খুলে ফেলতো কিন্তুু তিনি তা করেননি। এ কারনেই শরিফের মৃত্যু হয়েছে। এই ঘটনার পরপর ওই জমির মালিক গা ঢাকা দিয়েছে বলে জানা যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন । এবং অবৈধ বিদ্যুৎ লাইনের তার উদ্ধার করে থানায় নিয়ে যায়। মতলব দক্ষিন থানার ওসি সালেহ আহাম্মদ বলেন, লাশ উদ্বার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর মার্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।