মতলবে ব্যবসায়ীর ওপর হামলা প্রতিবাদে মানববন্ধন

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : : | প্রকাশ: ৪ এপ্রিল, ২০২৫, ০২:৪০ পিএম
মতলবে ব্যবসায়ীর ওপর হামলা প্রতিবাদে মানববন্ধন

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা সদরস্থ মতলব বাজারের কাপড় ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি মো. সফিকুল ইসলাম ও তার ছোট ভাই বাদলকে হত্যার উদ্দেশ্যে দিনে দুপুরে প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করার প্রতিবাদে ব্যবসায়ী, এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে।

২ এপ্রিল বেলা ১২টায় মতলব বাজার শাহী জামে মসজিদের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মতলব বাজার বণিক ও জনকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ফয়সাল সরকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সহ-সভাপতি আফছার উদ্দিন, উপজেলা শাখার সভাপতি মাওলানা আনছার উদ্দিন, বণিক সমিতির সহ-সভাপতি মজিবুর রহমান সরকার, আব্দুল হান্নান অপু, সাবেক সহ-সভাপতি মো. জসিম উদ্দিন প্রধান, ক্যামিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির সাধারণ মো. জসিম উদ্দিন প্রমুখ। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি মতলব বাজার শাহী জামে মসজিদের সামনে থেকে শুরু হয়ে মতলব দক্ষিণ থানা প্রাঙ্গনে সমাপ্ত হয়। এ সময় মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ সালেহ আহম্মেদ উত্তেজিত জনতাকে শান্ত করে আসামীদের দ্রুততম সময়ের মধ্যে গ্রেপ্তার করার আশ্বাস প্রদান করেন।

এ সময় মতলব বাজারের ব্যবসায়ীবৃন্দ, সুধীজন, রাজনৈতিক ব্যক্তি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২৯ মার্চ দুপুরে মতলব বাজারে সন্ত্রাসী হেলাল ও এমসি হৃদয়সহ সহযোগীরা এ ব্যবসায়ীর ওপর দিনে দুপুরে প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। পরে ভুক্তভোগীরা মতলব দক্ষিণ থানায় একটি মামলা দায়ের করেন। আহত দু ব্যবসায়ী ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে