হবিগঞ্জের মাধবপুর উপজেলার হরিতরা এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় গাঁজা, ইয়াবা,বিপুল পরিমাণ চোরাই মোবাইল ও দেশীয় অস্ত্রসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী মোহাম্মদ হোসেন(৩০)কে গ্রেফতার করেছে সেনাবাহিনী। সে উপজেলার বাঘাসুরা ইউনিয়নের হরিতলা গ্রামের মৃত শহীদ মিয়ার ছেলে।
সেনা ক্যাম্পের প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায় বৃহস্পতিবার সকাল পনে ৯টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাধবপুর সেনা ক্যাম্পের একটি আভিযানিক দল হরিতলা গ্রামের মোহাম্মদ হোসেনের বাড়ীতে অভিযান চালিয়ে নগদ ৫ লক্ষ ৫১ হাজার ৯’শ টাকা, ২ কেজি ভারতীয় গাঁজা, ২১ টি এন্ড্রয়েড মোবাইল, ৪৮টি বাটন মোবাইল. ৩ টি পাওয়ার ব্যাংক, ১টি ক্যামেরা, ২টা দা, ১টি কুড়াল ইয়াবার প্যাকেট জব্দ করেন। পরে ধৃত ব্যক্তিকে মাধবপুর থানার ডিউটি অফিসার এস.আই সুমনের কাছে সোর্পদ করেন। থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল্লা আল মামুন এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে। ধৃত আসামীকে হবিগঞ্জ কোডের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।