মৌলভীবাজারের কমলগঞ্জে ছেলের মৃত্যুর সংবাদ শুনে মা হৃদরোগে আক্রান্ত হয়ে মা মারা যান। বুধবার (২ এপ্রিল) সকাল ১১ টায় মা ও ছেলের জানাজা শেষে দাফন করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ বাদেউবাহাটা গ্রামে। নিহত ছেলের নাম মাসুম মিয়া (৫৪) আর মায়ের নাম কছতুরা বানু (৭২)
জানা যায়, উপজেলার দক্ষিণ বাদেউবাহাটা গ্রামের মৃত আমরুছ মিয়ার বড় ছেলে মাসুম মিয়া দীর্ঘদিন ধরে হার্টের সমস্যা ছিলো। মঙ্গলবার দুপুরে তাঁর মৃত্যু হয়। এই ঘটনা শুনে মা কছতুরা বানু স্টোক করে অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে ৬ ঘন্টা পর মা মারা যান। ছেলের মৃত্যুর কয়েক ঘন্টার মধ্যে মায়ের মৃত্যুর হৃদয় বিদারক সংবাদে এলাকায় শোকের ছায়া নেমে আসে। আজ সকালে এক সাথে মা ও ছেলের জানার নামাজ শেষে দাফন করা হয়।