২৫ মার্চ বাঙালি জাতির ইতিহাসের এক কলঙ্কিত অধ্যায় স্মরণে মোল্লাহাটে যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (২৫ মার্চ) সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা হয়।
উপজেলা নিবার্হী কর্মকর্তা হরেকৃষ্ণ অধিকারীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা সুলতানা নীলা, থানা অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রাজীব রায়, অতিরিক্ত কৃষি কর্মকর্তা আবুল হাসান, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ বিভূতি মল্লিক, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শিকদার আতিকুর রহমান জুয়েল, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক সিকদার জামাল উদ্দিন, সদস্য সচিব মোঃ জাহিদুল ইসলাম মিয়া, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, নির্বাচন কর্মকর্তা ইসহাক, পরিসংখ্যান কর্মকর্তা মোঃ হায়দার আলী মিয়া, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শফিকুর রহমান, বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিক সহ অনেকে।
সভায় বক্তারা ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনীর নৃশংস হত্যাযজ্ঞের বর্ণনা তুলে ধরে বলেন, এই দিনটি ছিল বাংলাদেশের স্বাধীনতার পথচলার অন্যতম গুরুত্বপূর্ণ মুহূর্ত। মুক্তিযুদ্ধের শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁরা বলেন, নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে হবে এবং স্বাধীনতার চেতনায় দেশ গড়তে হবে।